DMCA.com Protection Status
title="৭

পদত্যাগ করলেন টেকনোক্র্যাট ৪ মন্ত্রী

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পদত্যাগ করেছেন মন্ত্রিসভার টেকনোক্র্যাট চার মন্ত্রী। তারা হলেন- ধর্মবিষয়ক মন্ত্রী মতিউর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।

মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগে এই চার মন্ত্রী পদত্যাগপত্র জমা দিয়েছেন। টেকনোক্র্যাট চার মন্ত্রীর দফতর থেকে এ তথ্য জানা গেছে।

নির্বাচনকালীন সরকার গঠনে মঙ্গলবার মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী টেকনোক্র্যাট (সংসদ সদস্য না হয়েও বিশেষ বিবেচনায় মন্ত্রী) মন্ত্রীদের পদত্যাগের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক হয়।

মন্ত্রিসভায় প্রধানমন্ত্রী ছাড়া ৩৩ জন মন্ত্রী, ১৭ জন প্রতিমন্ত্রী, দুইজন উপমন্ত্রী রয়েছেন। এরমধ্যে টেকনোক্র্যাট মন্ত্রী এই চারজনই।

ধর্মমন্ত্রীর একান্ত সচিব (পিএস) মো. আনোয়ার হোসাইন জাগো নিউজকে বলেন, ‘আজ সন্ধ্যায় আমি মন্ত্রী মহোদয়ের পদত্যাগপত্র মন্ত্রিপরিষদ বিভাগে জমা দিয়েছি।’

প্রবাসী কল্যাণ মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) ইয়াসির মো. আদনান বলেন, ‘মন্ত্রী মহোদয়ের পিএস বিকেল ৫টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন।’

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা বিবেকান্দ রায় বলেন, ‘আজকেই মন্ত্রী মহোদয়ের পদত্যাগপত্র জমা দেয়া হয়েছে।’

টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা শেফায়েত হোসেন বলেন, ‘বিকেলে স্যারের পদত্যাগপত্র জমা দেয়া হয়েছে।’

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানা গেছে, পদত্যাগপত্রগুলো প্রধানমন্ত্রী বরাবর লেখা হয়েছে। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর সেগুলো রাষ্ট্রপতির কাছে যাবে। এরপর রাষ্ট্রপতির অনুমোদনের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পদত্যাগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

Share this post

scroll to top
error: Content is protected !!