DMCA.com Protection Status
title="৭

গিনেজ বুকে রেকর্ড হয়ে থাকবে নির্বাচনের কলঙ্কজনক অধ্যায়ঃ গয়েস্বর রায়

Goyeshwar-1৫ জানুয়ারির প্রহসনের নির্বাচন ও উপজেলা নির্বাচনের কলঙ্কজনক চিত্র গিনেজ বুকে রেকর্ড হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন  বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

তিনি বলেছেন, ‘উপজেলা নির্বাচনের মাধ্যমে সরকারের আধিপত্যের নগ্নতা ফুটে উঠেছে। ৫ জানুয়ারির পরে নতুন করে উপজেলা নির্বাচন দিয়ে আবারও সরকারের বিবস্ত্র হওয়ার কোনো প্রয়োজন ছিল না।’

মঙ্গলবার দুপরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, ‘আওয়ামী লীগের প্রথম ও দ্বিতীয় সারির নেতারা যেভাবে বক্তব্য দিয়েছেন, প্রধান ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার আবদুল মোবারকও একই সুরে কথা বলেছেন। একটি সাংবিধানিক পদে থেকে এভাবে রাজনৈতিক বক্তব্য দেয়া যায় কি  না তা জাতির কাছে প্রশ্নবিদ্ধ।’

তিনি বলেন, ‘জনগণই সকল ক্ষমতার উৎস হলেও আওয়ামী লীগ তা বিশ্বাস করে না। তাদের মূল ক্ষমতার উৎস হচ্ছে ভারত। এজন্য এখন গণতন্ত্রের সংজ্ঞা পাল্টে হয়েছে, অফ দ্যা ভারত, ফর দ্যা ভারত, বাই দ্যা ভারত।’

তিনি আরও বলেন, ‘সরকার বিচার বিভাগকে সম্পূর্ন নিয়ন্ত্রণ করে দেশকে একটি বৃহৎ কারাগারে পরিণত করেছে। আর এ কারাগারের জেল সুপার হচ্ছে শেখ হাসিনা। সুপ্রিমকোর্ট, নিম্ন আদালতসহ সব কোর্ট এখন মুজিব কোর্টের ভিতরে ঢুকে গেছে।

জাতীয় পার্টি একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদ বলেন,  ‘শেখ হাসিনা যেমন মুক্তিযুদ্ধ করেননি তেমনি তার বাবা শেখ মুজিবও মুক্তিযুদ্ধ করেননি। শেখ মুজিব ২৫ মার্চ রাতে নিজের নিরাপত্তার কথা চিন্তা করে স্বেচ্ছায় পাকিস্তানী বাহিনীর কাছে ধরা দিয়েছিলেন।’

উপজেলা নির্বাচন নিয়ে তিনি বলেন, ‘উপজেলা নির্বাচনে যদি কারও ক্ষতি হয়ে থাকে তা হয়েছে শাসক দল আওয়ামী লীগের। অন্য কোনো দলের নয়।’

আয়োজক সংগঠনের সভাপতি এম গিয়াসউদ্দিন খোকনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার হায়দার আলী, সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হীরা প্রমুখ।

Share this post

scroll to top
error: Content is protected !!