গতকাল সন্ধ্যায় মনট্রিয়লের ডাউনটাউনস্থ মহীশূর রেস্তোরায় কানাডা বিএনপির এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।কানাডা বিএনপির সভাপতি জনাব ফায়সাল আহমেদ চোধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সম্প্রতি দলীয় চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সিনিয়ার ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিরুদ্ধে বর্তমান বাকশালী সরকারের মদদে যে মিথ্যা মামলা দায়েরের হিড়িক পড়েছে তর তীব্র প্রতিবাদ জানানো হয়।
উপস্থিত বক্তারা এ ধরনের মিথ্যা ও হয়রানীমূলক মামলার বিরুদ্ধে বিশ্বব্যাপি প্রবল জনমত গড়ে তোলার উপর গুরূত্ব আরোপ করেন।বিএনপির প্রতি দেশবাসী অগাধ ভালবাসা আর সমর্থনে ভীত হয়ে এই ফ্যাসিষ্ট সরকার জিয়া পরিবারকে ধংশের বিভিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তারা মত দেন।জনাব ফায়সাল জিয়াই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি, এই ঐতিহাসিক সত্য টিকে ক্রমাগত ভাবে প্রচার ও প্রসারে মনোনিবেশের উপর সকল জাতীয়তাবাদী শক্তিকে নিরলস ভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।তিনি বলেন,জিয়াউর রহমান বাংলাদেশের মানুষের হ্রদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছেন,কোন অপপ্রচারই তাঁকে সেখান থেকে বিচ্যুত করতে পারবে না,কখনোই না।
সভায় বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি বাদ দিয়ে বর্তমান সরকার, রুশ-ভারত তোষামোদীর যে নতুন কৌশল গ্রহন করেছে ,তারও কড়া প্রতিবাদ জানানো হয়।অন্যায়ভাবে রাশিয়া কর্তৃক স্বাধীন ইউক্রেনের ক্রিমিয়া অঞ্চল দখলে নেয়ার সমর্থন করে বর্তমান সরকার সমগ্র বিশ্বের গনতন্ত্র কামী মানুষের কাছে বাংলাদেশকে হেয় প্রতিপন্ন করেছে বলে বক্তারা মত দেন।সভা থেকে কানাডা প্রবাসী ইউক্রেন বাসীদের নায্য দাবীর সাথে একাত্বতা ঘোষনা করা হয়।
এই প্রতিবাদ সভায় উপস্থিতদের মধ্যে ছিলেন,ওসাবের গ্লোবাল কো-অর্ডিনেটোর
প্রতিবাদ সভাটি পরিচালনা করেছেন সেচ্ছাসেবক দলের সভাপতি এম. জয়নাল আবেদীন জামিল।