DMCA.com Protection Status
title="৭

জিন্নাহ ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলে দেশভাগ হতো না: বিজেপি নেতা গুমান সিং দামোর।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  ‘পণ্ডিত জওহরলাল নেহরু যদি ভারত বর্ষের প্রধানমন্ত্রী হওয়ার জন্য চেষ্টা না করতেন, তাহলে মোহাম্মদ আলী জিন্নাহ দেশের প্রথম প্রধানমন্ত্রী হতেন। আর সেটা সম্ভব হলে দেশভাগের প্রয়োজন পড়তো না।’ এমন বিষ্ফোরক মন্তব্য করেছেন ভারতের মধ্যপ্রদেশের বিজেপি নেতা গুমান সিং দামোর। তিনি এবারের লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশের রাতলাম আসন থেকে বিজেপি-র হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

 

প্রতিবেদনে বলা হয়, ভারতের লোকসভা নির্বাচনের প্রক্রিয়া প্রায় শেষ হয়ে এসেছে। ষষ্ঠ দফার ভোটগ্রহণ হয়ে গেলে আর একটি মাত্র দফা বাকি থাকবে। তারপরই জানা যাবে আগামী পাঁচ বছর দিল্লির দখল থাকছে কার হাতে? এরমধ্যেই এই বিস্ফোরক মন্তব্য করলেন ওই বিজেপি নেতা।

গুমান সিং দামোর বলেন, দেশ স্বাধীন হওয়ার সময় নেহরু যদি প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারে জোরাজুরি না করতেন তাহলে দেশভাগের পরিস্থিতি তৈরি হতো না। জিন্নাহ ছিলেন একজন আইনজীবী এবং শিক্ষিত ব্যক্তি। তিনি প্রধানমন্ত্রী হলে কখনই দেশভাগ হত না। সুতরাং দেশভাগের শতভাগ দায়দায়িত্ব কংগ্রেসের ওপর বর্তায়।

Share this post

scroll to top
error: Content is protected !!