DMCA.com Protection Status
title="৭

চলে গেলেন বরেন্য সংগীত শিল্পী খালিদ হোসেন।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বরেন্য নজরুল সংগীতশিল্পী এবং একুশে পদকপ্রাপ্ত  গুনী সংগীতকার জনাব খালিদ হোসেন আর নেই।

বেশ কিছুদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর বুধবার রাত ১০.১৫ মিনিটে ইন্তেকাল করেন তিনি (ইন্নালিল্লাহি … রাজিউন)।

বিষয়টি  নিশ্চিত করেছেন তার ছেলে আসিফ হোসেন।

রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শিল্পী খালিদ হোসেন।

মূলত নজরুল সংগীত শিল্পী হলেও তাঁর গাওয়া বিখ্যাত হামদ এবং নাত গুলো বাংলাদেশের মানুষের ধর্মী চেতনাবোধ সমুন্নত করত সবসময়।

ডা. উত্তম বড়ুয়ার অধীনে হাসপাতালটির করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) তাকে চিকিৎসা দেয়া হয়।

হৃদরোগের পাশাপাশি কিডনি রোগসহ নানা জটিলতায় ভুগছিলেন এ গুণী শিল্পী।

এরআগে গত ১৪ মে (মঙ্গলবার) হাসপাতালে ভর্তি হন খালিদ হোসেন।

এদিন শিল্পীর পুত্রবধূ সুমি বলেন, উনার শারীরিক অবস্থা সংকটাপন্ন। চিকিৎসকরা বলেছেন, যে কোনো সময় দুঃসংবাদ আসতে পারে। আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে।

খালিদ হোসেনের ছাত্র পরদেশী সিদ্দিক বলেন, কিছু দিন আগে স্যার ভারত থেকে চিকিৎসা নিয়ে ফিরেছেন। দেশে ফেরার সময় ভারতের চিকিৎসকরা বলেছিলেন- তার শারীরিক অবস্থা আরও খারাপের দিকে যাবে। হচ্ছেও তাই।

তিনি বলেন, উনাকে প্রতি মাসে একটি করে ব্যয়বহুল ইনজেকশন দেয়া হচ্ছিল। এখন সেটিও স্যারের শরীর সহ্য করতে পারছে না। ফলে তিনি আরও দুর্বল হয়ে পড়েছেন।

Share this post

scroll to top
error: Content is protected !!