ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ভারতের উগ্রপন্থি মোদি সরকারের হাতে পরমাণু অস্ত্র অনিরাপদ আখ্যায়িত করে বিষয়টিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
রোববার এক টুইটবার্তায় ইমরান খান বলেন, ভারতের উগ্র হিন্দুত্ববাদী মোদি সরকারের হাতে পরমাণু অস্ত্র থাকায় বিশ্ববাসীকে শান্তি ও নিরাপত্তার ব্যাপারে নতুনভাবে চিন্তা করতে হবে। খবর ডন ও জিয়ো নিউজ উর্দুর।
তিনি বলেন, পরমাণু অস্ত্র নিয়ে মোদি সরকারের লাগামহীন মনোভাব শুধু এ অঞ্চলের জন্য নয়, গোটা বিশ্বের জন্য হুমকি হয়ে দাঁড়াবে।
ভিন্ন আরেকটি টুইটে ইমরান খান বলেন, নাৎসী বাহিনী যেভাবে জার্মানির নিয়ন্ত্রণ নিয়েছিল, সেভাবেই ফ্যাসিস্ট ও উগ্র হিন্দুত্ববাদীরা এখন ভারতের শাসনব্যবস্থা দখলে নিয়েছে।