DMCA.com Protection Status
title="৭

নেপালের প্রধানমন্ত্রীর সততার নতুন নজির

images pm of nepalনেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা সততার এক নতুন নজির স্থাপন করেছেন। এশিয়ার দেশগুলোতে মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের দুর্নীতির খবর যখন গণমাধ্যমের মুখরোচক খবর হয়ে যায় তখন কৈরালা তার সততা দিয়ে নিজেকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছেন। খবর বিবিসির।

সংবাদ মাধ্যমে প্রকাশ, গত মাসে এক আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে মায়ানমার সফরে গিয়েছিলেন ৭৫ বছরের প্রধানমন্ত্রী কৈরালা। এ সময় সফরবাবদ সরকারি তহবিল থেকে তাকে কিছু অর্থ দেয়া হয়েছিল। কিন্তু সফর শেষে দেশে ফিরে তিনি ৬৫০ মার্কিন ডলার ফেরত দেন।

এ সম্পর্কে তার প্রেস সহকারী প্রকাশ অধিকারি জানান, খরচ না হওয়ায় প্রধানমন্ত্রী এই অর্থ ফেরত দিয়েছেন। উল্লেখ্য, স্বচ্ছ ভাবমূর্তির জন্যই কৈরালা নেপালবাসীর কাছে জনপ্রিয়। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে কাঠমাণ্ডুতে সাধারণ এক ভাড়াবাড়িতে থাকতেন।

তার নিজের কোনো সম্পদও নেই। এমনকি পৈতৃকভিটা নেপালগুঞ্জেও কিছু নেই। তিনি খুব সাধাসিধে জীবনযাপন করেন। এর আগে তার সম্পদ বিবরণীতে কর্মকর্তা তার নিজের সম্পদ বলতে একটি সেলফোন পেয়ে তা উল্লেখ করতে গিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছিলেন। কারণ, সেলফোন সম্পদ হিসেবে দেখানো যায় না। 

Share this post

scroll to top
error: Content is protected !!