DMCA.com Protection Status
title="৭

কানাডায় প্লাজমা নির্ভর চিকিৎসা পদ্ধতিতে করোনা আক্রান্তদের চিকিৎসা শুরু।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ পৃথিবীর সবচে বড় আয়োজনে প্লাজমা নির্ভর চিকিত্সা পদ্ধতির মাধ্যমে  করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসা শুরু করেছে কানাডা।

পুরো কানাডা জুড়ে ৪০টি হাসপাতালে ১০০০ করোনা আক্রান্ত রুগীকে এই চিকিৎসা পদ্ধতির আওতায় নেয়া হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে সুস্থ্য হওয়া মানুষের এন্টিবডি সমৃদ্ধ রক্তের উপাদান বর্তমানে করোনায় আক্রান্ত রুগীর শরীরে ইন্জেক্ট করে এই ট্রায়াল চালানো হবে। এই পরিক্ষা সফল হলে এই সময়ে কোন ভ্যাকসিন বিহীন ভয়ংকর করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে ধারনা করা হচ্ছে।

এর আগেও কয়েকটি দেশ অল্প পরিসরে এজাতীয় ট্রায়াল চালিয়েছে।

 কানাডার প্রসিদ্ধ টরন্টো ইউনিভার্সিটি, ব্রিটিশ কলম্বিয়া ইউনিভার্সিটি, অটোয়া ইউনিভার্সিটি, মন্ট্রিয়ল ইউনিভার্সিটি ও ম্যাকমাস্টার ইউনিভার্সিটির ডাক্তারদের একটি গ্রুপের তত্ত্বাবধায়নে এই ক্লিনিক্যাল পরীক্ষাটি চলছে।

কানাডিয়ান মেডিকেল এক্সপার্টরা করোনা ভাইরাসের চিকিৎসার ক্ষেত্রে এই ট্রায়ালে ভালো ফলাফলের আশা করছে।

Share this post

scroll to top
error: Content is protected !!