ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ গনস্বাস্থ্য ফার্মাসিউটিক্যালসকে তাদের উদ্ভাবিত জিআর কোভিড-১৯ র্যাপিড ডট ব্লট কিটের অনুমোদন দেয়া হয়নি বলে বৃহস্পতিবার রাতে বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, প্রকৃতপক্ষে গণস্বাস্থ্যের উদ্ভাবিত কিটের কার্যকারিতা দেখার (পারফরমেন্স ট্রায়াল) জন্য আইসিডিডিআরবি ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়কে (বিএসএমএমইউ) অনুমতি দেয়া হয়েছে। এ অনুমতির কারণে এই দুইটি প্রতিষ্ঠান কিটগুলোকে কেবল পরীক্ষা করে দেখবে।
এটা করা হয়েছে গণস্বাস্থ্য ফার্মাসিউটিকেলসের আবেদনের পরিপ্রেক্ষিতে। মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, গণস্বাস্থ্যের ওই কিটের পারফরমেন্স ট্রায়ালের ফলাফলের ভিত্তিতে পরবর্তিতে প্রযোজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, এটা কিছুতেই গণস্বাস্থ্যের ওই কিটকে অনুমোদন করা নয়।