DMCA.com Protection Status
title="৭

আজ পবিত্র ঈদ উল ফিতরঃ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত ৫টি।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ আজ বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে।  করোনা মহামারি জনিত জরুরী অবস্থা মধ্যেই বিশেষ সতর্কতার মধ্যে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে  পবিত্র ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে।

ঈদের দিন জামাতগুলো অনুষ্ঠিত হবে- সকাল ৭টায়।  এরপর এক ঘণ্টা পর পর যথারীতি ৮টায়, ৯টায় ও ১০টায় জামাত অনুষ্ঠিত হবে।

এর পরে বেলা পৌনে ১১টায় আরও একটি জামাত অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশন শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঈদের প্রথম জামাতের ইমামতি করবেন বায়তুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন হাফেজ কারি কাজী মাসুদুর রহমান।

দ্বিতীয় জামাতের ইমামতি করবেন বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী।

সকাল ৯টায় অনুষ্ঠিতব্য তৃতীয় জামাতর ইমামতি করবেন পেশ ইমাম হাফেজ মাওলানা এহসানুল হক।

সকাল ১০টার চতুর্থ জামাতে ইমামতি করবেন পেশ ইমাম মাওলানা মহিউদ্দিন কাসেম।

সকাল পৌনে ১১টার পঞ্চম ও সর্বশেষ জামাতের ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস হাফেজ মাওলানা ওয়ালিয়ুর রহমান খান।

এ পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মুহাম্মদ আব্দুল্লাহ।

উল্লেখ্য, সোমবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। করোনা সংক্রমণ পরিস্থিতিতে এবার জাতীয় ঈদগাহে ঈদের জামায়াত অনুষ্ঠিত হচ্ছে না।

তবে এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক ব্যবহার, জায়নামাজ বাসা থেকে নিয়ে আসা, নামাজ শেষে কোলাকুলি না করাসহ কিছু শর্ত পালন সাপেক্ষে এবার মসজিদে ঈদের নামাজ পড়ার অনুমতি দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

Share this post

scroll to top
error: Content is protected !!