ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার চারবারের সাবেক এমপি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এবং পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এমএ মতিন (৮৭) মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।
গেল সপ্তাহে এই বর্নাঢ্য ক্যারিয়ারের অধিকারী রাজনীতিকের বর্তমান আর্থিক অসঙ্গতি এবং অর্থাভাবে চিকিৎসায় অক্ষম জানিয়ে দৈনিক প্রথম বাংলাদেশে একটি সংবাদ প্রচারিত হলে বিএনপির নেতা-কর্মীদের মাঝে ব্যপক আলোচনার সৃষ্টি হয়।
বিএনপি চেয়ারপারসেনর প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ মঙ্গলবার (২৬ মে) সকাল ৯টায় ঢাকার উত্তরা রেডিক্যাল হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
দিদার জানান, এক সপ্তাহ আগে তিনি উত্তরা নিজ বাসায় ব্রেন স্ট্রোক করলে উত্তরা রেডিক্যাল হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। মঙ্গলবার সকালে সেখানেই মারা যান তিনি। তার স্ত্রী চার বছর আগে মারা যান। তিনি এক ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরদেহ আজই চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় নেয়া হবে।
গেল সপ্তাহে এই বর্নাঢ্য ক্যারিয়ারের অধিকারী রাজনীতিকের বর্তমান আর্থিক অসঙ্গতি এবং অর্থাভাবে চিকিৎসায় অক্ষম জানিয়ে দৈনিক প্রথম বাংলাদেশে একটি সংবাদ প্রচারিত হলে বিএনপির নেতা-কর্মীদের মাঝে ব্যপক আলোচনার সৃষ্টি হয়।
স্থানীয়ভাবে জানাজা শেষে টোরাগড় মুন্সিবাড়ী পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন করা হবে।