DMCA.com Protection Status
title="৭

ঋতুর পরিবর্তন করোনার সংক্রমণে কোনোই প্রভাব ফেলছে না: বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  ঋতুর পরিবর্তন প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণে কোনো প্রভাব ফেলছে না বলে সতর্ক করে দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে এমনটি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিষয়ক শীর্ষ বিশেষজ্ঞ মাইক রায়ান বলেন, আমাদের কাছে খুব অল্প প্রমাণ আছে যে ঋতু পরিবর্তনের কারণে করোনার সংক্রমণ প্রভাবিত হচ্ছে। আমরা এই আশার ওপর নির্ভর করতে পারি না যে ঋতু পরিবর্তন অথবা তাপমাত্রা বাড়লে আমরা এর উত্তর খুঁজে পাবো। এখন আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যেখান থেকে আমরা বলতে পারবো যে ঋতু পরিবর্তন হলে ভাইরাসটি আরো আক্রমণাত্বকভাবে অথবা আরো দ্রুত ছড়াবে কি না।

মহামারিটির শুরু হওয়ার প্রথম দিকে অনেক বিশেষজ্ঞই পরামর্শ দিয়েছিলেন যে গরমে করোনার প্রকোপ কমে যেতে পারে। তবে দিন যতই যাচ্ছে সেই ধারণা ততই ফিকে হয়ে যাচ্ছে।

Share this post

scroll to top
error: Content is protected !!