ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ২০২০-২১ অর্থ বছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে বাংলাদেশের সাধারন মানুষের জীবন-জীবিকা উপেক্ষিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য,সাবেক বানিজ্য মন্ত্রী এবং বিশিষ্ট ব্যবসায়ী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেছেন, বাজেটে করোনা পরিস্থিতির প্রেক্ষাপটে সাধারণ মানুষের আশা-আকাঙ্খার মোটেও প্রতিফলন ঘটেনি।
গতকাল বৃহস্পতিবার ২০২০-২১ অর্থ বছরের বাজেট নিয়ে গণমাধ্যমে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন, জনগণের জীবন, জীবিকা এবং মানবতার যে বিষয়টি আমি মনে করি সেটা এই বাজেটে উপেক্ষিত হয়েছে।
আমীর খসরু বলেন, বাজেটে বড় বড় মেগা প্রজেক্টে বরাদ্দ দেয়া হয়েছে যেগুলো এই মুহূর্তে প্রশ্নবিদ্ধ, সেগুলোর বিষয়ে অপেক্ষা করতে পারতো, এটা অগ্রাধিকার ভিত্তিতে এই বাজেটে আসার কোনো প্রয়োজনীয়তা ছিল না। অথচ দেশের মানুষের স্বাস্থ্যখাতে, সামাজিক নিরাপত্তাখাতে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেয়ার কথা। সেগুলো অনেকটা বঞ্চিত হয়ে ওইসব প্রকল্পে টাকার যাওয়ার অর্থ হচ্ছে যে দুর্ণীতির ধারা ছিল সেটাকে অব্যাহত রাখা।
'একইভাবে বাজেটে যে কালোটাকাকে শুধু সাদা করা নয়, যে প্রক্রিয়ায় সাদা করার কথা বলা হচ্ছে সেটাও দুর্নীতিতে অব্যাহতভাবে থাকার একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি' বলে মন্তব্য করেন তিনি।