সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা ‘জামায়াত-শিবির’ চক্র গণজাগরণ মঞ্চের কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে বলে মন্তব্য করেছেন সংগঠনটির মুখপাত্র ইমরান এইচ সরকার। সেই সঙ্গে তিনি গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর হামলার ঘটনায় সরকারের উচ্চপর্যায়ের তদন্ত কমিটির দাবি জানিয়েছেন।
শুক্রবার বিকেলে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়।
কর্মীদের ওপর হামলার ঘটনায় তদন্ত প্রসঙ্গে ইমরান এইচ সরকার বলেন, ‘থানার ভেতর আক্রমণ করেও যারা পার পেয়ে যায়, সেই থানার পুলিশ কর্মকর্তারা যে কী তদন্ত করবেন সেটা সহজেই অনুধাবনযোগ্য। তারপরও সরকারের ওপর থেকে আস্থা না হারিয়ে আমরা উচ্চপর্যায়ের তদন্তের আহ্বান জানাচ্ছি।’
ইমরান বলেন, ‘পুলিশ ও পেটোয়া বাহিনীর যুগপৎ মারমুখি আচরণে আমরা ক্ষুব্ধ, বিস্মিত। লাখো কণ্ঠে সোনার বাংলা কর্মসূচিতে ইসলামী ব্যাংকের অনুদান গ্রহণ করার প্রতিবাদ করায় সরকার ও তাদের পেটোয়া বাহিনী গণজাগরণ মঞ্চের প্রতি খড়গহস্ত হয়েছে।’
পরে তিনি সংবাদ সম্মেলন থেকে ‘যুদ্ধাপরাধী নির্মূলের রূপরেখা ও গণজাগরণ মঞ্চের ৬ দফা বাস্তবায়ন’ শীর্ষক নতুন কর্মসূচি ঘোষণা করেন।
নতুন কর্মসূচিগুলো হলো- পহেলা বৈশাখে সকাল ৯টায় যুদ্ধাপরাধী কাদের মোল্লার হাতে নির্যাতিত মিরপুরের আলোকদী গ্রামের অধিবাসীদের সঙ্গে বৈশাখী শুভেচ্ছা বিনিময় ও বিকেল ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৭টায় প্রদীপ প্রজ্জ্বালন।
১৮ এপ্রিল তাদের ৬ দফা বাস্তবায়নের দাবিতে এবং যুদ্ধাপরাধীদের বিচারের দীর্ঘসূত্রতার প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিল। ওইদিন বিকেল ৩টায় শাহবাগে সমাবেশ করা হবে।