DMCA.com Protection Status
title="৭

সরকারের ভাবমুর্তি ক্ষুন্নের অভিযোগে কোয়ারেন্টিন শেষে ২১৯ প্রবাসী কারাগারে?

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  বিদেশের কর্মস্থল থেকে সব হারিয়ে দেশে ফিরে ১৪ দিন কোয়ারেন্টিন শেষ করে দুঃখজনক ভাবে কারাগারে পাঠানো হলো ২১৯ জন প্রবাসীকে।

এই হতভাগ্য প্রবাসীগন কুয়েত, কাতার ও বাহরাইন থেকে এসেছেন।

পুলিশি আবেদনে তাদেরকে জেলে পাঠিয়েছেন আদালত। এই প্রবাস ফেরতরা উত্তরার দিয়াবাড়িতে ১৪দিনের কোয়ারেন্টিনে ছিলেন।

কোয়ারেন্টিনে থাকার সময়  দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য তারা শলা পরামর্শ করছিলেন বলে তাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

এই ২১৯ জনের মধ্যে কুয়েত থেকে  ১৪১ জন, কাতার থেকে ৩৯ ও বাহরাইন থেকে ৩৯ জন দেশে ফিরেছেন।

রোববার ( ৫ জুলাই ) মুখ্য মহানগর হাকিম আদালত দেশে ফেরত এই প্রবাসীদের কারাগারে পাঠানোর হুকুম দেন। 

তুরাগ থানার পরিদর্শক শফিউল্লাহ আবেদনে বলেন, প্রবাস ফেরত ২১৯ জন কুয়েত, কাতার ও বাহরাইনে নানা অপরাধে জড়িত ছিলেন।সেদেশে বিভিন্ন মেয়াদে তাঁদের সাজাও হয়েছিল। দেশে আসার পর তাঁদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে কোয়ারেন্টিনে রাখা হয়। তাঁদের ছেড়ে দিলে দেশে চুরি-ডাকাতি বাড়তে পারে এবং দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। তাদের বিষয়ে আরও তদন্ত প্রয়োজন।

তদন্ত শেষ হওয়া পর্যন্ত প্রবাস ফেরত এই ২১৯ জনকে কারাগারে পাঠানোর আবেদন করা হয় পুলিশের পক্ষ থেকে।

Share this post

scroll to top
error: Content is protected !!