ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রমনার বটমূলে আয়োজিত এক অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ,বিএনপি প্রতিষ্ঠা ঘোষনা করেন। শহীদ জিয়া কতৃক ঘোষিত ৭৬ সদস্য বিশিষ্ট বিএনপির ১ম কমিটিতে কারা কারা ছিলেন বিএনপির জন্ম লগ্নে,তা বিএনপির নতুন প্রজন্মের জানা একান্ত প্রয়োজন।
এই তালিকার লক্ষনীয় বিষয় হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দল গঠনের সময় দেশপ্রেমিক এবং বাংলাদেশী জাতীয়তাবাদে বিশ্বাসী ব্যক্তিবর্গকে সর্বাধিক গুরুত্ব দিয়েছিলেন।তৎকালীন বিলুপ্ত হওয়া আওয়ামী লীগ কিংবা জাসদের তেমন কোন লোককে তিনি তাঁর দলে তখন স্থান দেননি।
নিন্মে বিএনপির প্রথম আহ্বায়ক কমিটির পুর্ণাঙ্গ তালিকা প্রদান করা হলো।
আহ্বায়ক – জিয়াউর রহমান,বীর উওম।
সদস্য—>
০১) বিচারপতি আব্দুস সাত্তার
০২) মশিউর রহমান যাদুমিয়া
০৩) মোহাম্মাদ উল্লাহ্
০৪) শাহ্ আজিজুর রহমান
০৫) ক্যাপ্টেন (অব) আব্দুল হালিম চৌধুরী
০৬) রসরাজ মন্ডল
০৭) আব্দুল মোমেন খান
০৮) জামালউদ্দিন আহমেদ
০৯) অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী
১০) মির্জা গেলাম হাফিজ
১১) ক্যাপ্টেন (অব) নুরুল হক
১২) এম. সাইফুর রহমান
১৩) কে এম ওবায়দুর রহমান
১৪) ব্যারিস্টার মওদুদ আহমেদ
১৫) শামসুল হুদা চৌধুরী
১৬) এ জেড এম এনায়েতউল্লাহ খান
১৭) এস এ বারী এ টি
১৮) ড. আমিনা রহমান
১৯) আব্দুর রহমান
২০) ডাঃ এম এ মতিন
২১) আব্দুল আলিম
২২) ব্যারিস্টার আবুল হাসনাত
২৩) আনোয়ার হোসেন মঞ্জু
২৪) নূর মোহাম্মাদ খান
২৫) আব্দুল করিম
২৬) শামসুল বারী
২৭) মুজিবুর রহমান
২৮) ডাঃ ফরিদুল হুদা
২৯) শেখ আলী আশরাফ
৩০) আব্দুর রহমান বিশ্বাস
৩১) ব্যারিস্টার আব্দুল হক
৩২) ইমরান আলী সরকার
৩৩) দেওয়ান সিরাজুল হক
৩৪) এমদাদুর রহমান
৩৫) এ্যাডভোকেট আফসারউদ্দিন
৩৬) কবীর চৌধুরী
৩৭) ড. এম আর খান
৩৮) ক্যাপ্টেন (অব) সুজাত আলী
৩৯) তুষার কান্তি বরবি
৪০) সুনীল গুপ্ত
৪১) রেজাউল বারী ডিনা
৪২) আনিসুর রহমান
৪৩) আবুল কাশেম
৪৪) মনসুর আলী সরকার
৪৫) আব্দুল হামিদ চৌধুরী
৪৬) মনসুর আলী
৪৭) শামসুল হক
৪৮) খন্দকার আব্দুল হামিদ
৪৯) জুলমত আলী খান
৫০) ব্যারিস্টার নাজমুল হুদা
৫১) মাহবুব আহমেদ
৫২) আবু সাঈদ খান
৫৩) মোহাম্মাদ ইসমাঈল
৫৪) সিরাজুল হক মন্টু
৫৫) শাহ্ বদরুল হক
৫৬) আব্দুর রউফ
৫৭) মোরাদুজ্জামান
৫৮) জহিরুদ্দিন খান
৫৯) সুলতান আহমেদ চৌধুরী
৬০) শামসুল হুদা
৬১) সালেহ্ আহমেদ চৌধুরী
৬২) আফসার আহমেদ সিদ্দিকী
৬৩) তরিকুল ইসলাম
৬৪) আনোয়ারুল হক চৌধুরী
৬৫) মাইনুদ্দিন আহমেদ
৬৬) এম এ সাত্তার
৬৭) হাজী জালাল
৬৮) আহমেদ আলী মন্ডল
৬৯) শাহেদ আলী
৭০) আব্দুল ওয়াদুদ
৭১) শাহ্ আব্দুল হালিম
৭২) ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার
৭৩) আতাউদ্দিন খান
৭৪) আব্দুর রাজ্জাক চৌধুরী ও
৭৫) আহমদ আলী।