DMCA.com Protection Status
title=""

এবার দেশের ৬৪ জেলা ও সব উপজেলায় শেখ মুজিবের ভাস্কর্য স্থাপনের দাবী।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ এবার দেশের ৬৪ জেলায় এবং সবকটি উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের দাবী জানিয়েছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা যুব প্রজন্মলীগ।

একই সঙ্গে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে কটূক্তিকারী হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতারের দাবী জানানো হয়েছে।

 বুধবার (০২ ডিসেম্বর) সকাল ১০টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।  

সংগঠনের সভাপতি আব্দুল শহিদ কাজলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিউদ্দীন খান ফারুকীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আয়ুব প্রদীপ, আবুল কালাম, মহসিন আলী, রাজন দেবনাথ, আকিল উদ্দিন মিয়া ও রাফিউল হক প্রমুখ।  

সভাপতির বক্তব্যে আব্দুল শহিদ কাজল বলেন, যারা জাতির জনককে অস্বীকার করে, তারা এদেশের জারজ সন্তান। সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো এই হেফাজত নেতাকে এখনো কেন গ্রেফতার করা হয়নি! যে বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ফেলার ধৃষ্টতা দেখায়, তাকে অবিলম্বে গ্রেফতার করে জাতিকে কলঙ্কমুক্ত করতে হবে। তিনি বলেন,অবিলম্বে দেশের ৬৪ জেলা ও সকল উপজেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ করতে হবে।  

Share this post

scroll to top
error: Content is protected !!