DMCA.com Protection Status
title="৭

করোনা নিয়ন্ত্রণে আছে বলেই বাংলাদেশের উন্নয়নের চাকা ঘুরছেঃ জাহিদ মালেক

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ অবৈধ হাসিনা সরকারের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অনেক দেশ কাবু হলেও আমাদের সরকার এটি নিয়ন্ত্রণ করতে পেরেছে এবং দেশে উন্নয়নের চাকাও ঘুরছে।

মন্ত্রী বলেন, ‘অনেক উন্নয়নশীল দেশেই অর্থনীতির সূচক মাইনাস হয়ে পড়েছে। কারণ, ওইসব দেশ করোনা নিয়ন্ত্রণ করতে পারেনি বলে তাদের এই অবস্থা। কিন্তু আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা করোনা নিয়ন্ত্রণ করতে পেরেছি বলেই আমাদের দেশে উন্নয়নের চাকা ঘুরছে। পদ্মা সেতুসহ সব সেক্টরে সমানতালে উন্নয়ন হচ্ছে।’

শুক্রবার রা‌তে জেলা কেন্দ্রীয় শহিদ মিনারে মানিকগঞ্জ পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘পৌর নির্বাচনে প্রমাণ হলো মানিকগঞ্জবাসী নৌকার পক্ষে ও উন্নয়নের সঙ্গে রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে মানিকগঞ্জবাসী ভোট দিয়েছে। এই ভোট উন্নয়নের বিজয়, নৌকার বিজয়। বিএনপিসহ অনেকেই ঘরে বসে শুধু নিরাপদে থেকে সমালোচনা করতে পারে। কিন্তু তারা করোনাকালীন অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি। তাই পৌর নির্বাচনে মানুষ তাদের ভোটের মাধ্যমে প্রত্যাখ্যান করেছে। আগামীতে দেশে যত নির্বাচন হবে ভোটার তাদের প্রত্যাখ্যান করবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ভোটার তাদের ভোট প্রয়োগ করে দায়িত্ব পালন করেছে। এখন পৌর এলাকায় শিশুপার্ক, মিনি স্টেডিয়াম, মিলনায়তন নির্মাণসহ শহরের মধ্যে প্রবাহিত খালটির উন্নয়ন করা হবে।’

পৌর আওয়ামী লীগের সভাপতি মোনায়েম খানের সভাপতিত্বে সংবর্ধনা সভায় আরো বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব সাহা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, নবনির্বাচিত কাউন্সিলর আরশেদ আলী বিশ্বাস, আব্দুর রাজ্জাক রাজা, রাজিয়া সুলতানা প্রমুখ।

Share this post

scroll to top
error: Content is protected !!