কন্যাসন্তানের মা হলেন চিত্রনায়িকা পূর্ণিমা। ১৩ এপ্রিল রাত ১০টা ২০ মিনিটে রাজধানীর টিকাটুলির সালাউদ্দিন স্পেশালাইজড হসপিটালে সিজারিয়ানের মাধ্যমে এক কন্যা সন্তান জন্ম দেন তিনি। নবজাতকের ওজন ৬ পাউন্ড। মা-মেয়ে দুজনেই সুস্থ আছেন। হাসপাতালের ৫০১ নাম্বার কেবিনে ভর্তি রয়েছেন পূর্ণিমা।
সেখান থেকে মা হওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, 'মা হতে পেরে আমি ভীষণ খুশি। সত্যিই এ অনুভূতি ভাষায় প্রকাশের মতো নয়। সবাই আমার সন্তানের জন্য দোয়া করবেন।' গতকালই মেয়েকে নিয়ে পূর্ণিমার বাসায় ফেরার কথা ছিল। কিন্তু ডাক্তারের পরামর্শে আরো একদিন হাসপাতালে থাকতে হচ্ছে তাকে। তবে আজ তার বাসায় ফেরার কথা রয়েছে।
কিংফিসার এয়ারলাইন্সে কর্মরত চট্টগ্রামের ছেলে আহমেদ ফাহাদ জামালের সঙ্গে ২০০৭ সালে বিয়ে হয় পূর্ণিমার। বিয়ের পরও তিনি চলচ্চিত্রে অভিনয় চালিয়ে যান। তবে মা হওয়ার কারণে কিছুদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। আরো কয়েকমাস টানা বিশ্রামে থাকবেন বলে জানিয়েছেন।
সর্বশেষ চলতি বছরের ভালোবাসা দিবসে পূর্ণিমার অভিনীত 'লোভে পাপ পাপে মৃত্যু' ছবিটি মুক্তি পায়। ১৯৯৭ সালে জাকির হোসেন রাজুর 'এ জীবন তোমার আমার' ছবিতে চিত্রনায়ক রিয়াজের সঙ্গে জুটিবদ্ধ হয়ে পূর্ণিমার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর তিনি 'মনে রেখ আমায়', 'খবরদার', 'মায়ের সম্মান', 'নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি', 'মনের মাঝে তুমি', 'মেঘের পরে মেঘ', 'হৃদয়ের কথা', 'আকাশছোঁয়া ভালোবাসা', 'সাথী তুমি কার'সহ অনেক ছবিতে অভিনয় করেন। কাজী হায়াত পরিচালিত 'ওরা আমাকে ভালো হতে দিল না' ছবিতে অভিনয় করে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।
গতকালই মেয়েকে নিয়ে পূর্ণিমার বাসায় ফেরার কথা ছিল। কিন্তু ডাক্তারের পরামর্শে আরো একদিন হাসপাতালে থাকতে হচ্ছে তাকে। তবে আজ তার বাসায় ফেরার কথা রয়েছে। কিংফিসার এয়ারলাইন্সে কর্মরত চট্টগ্রামের ছেলে আহমেদ ফাহাদ জামালের সঙ্গে ২০০৭ সালে বিয়ে হয় পূর্ণিমার। বিয়ের পরও তিনি চলচ্চিত্রে অভিনয় চালিয়ে যান। তবে মা হওয়ার কারণে কিছুদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন তিনি। আরো কয়েকমাস টানা বিশ্রামে থাকবেন বলে জানিয়েছেন।
সর্বশেষ চলতি বছরের ভালোবাসা দিবসে পূর্ণিমার অভিনীত 'লোভে পাপ পাপে মৃত্যু' ছবিটি মুক্তি পায়। ১৯৯৭ সালে জাকির হোসেন রাজুর 'এ জীবন তোমার আমার' ছবিতে চিত্রনায়ক রিয়াজের সঙ্গে জুটিবদ্ধ হয়ে পূর্ণিমার চলচ্চিত্রে অভিষেক ঘটে। এরপর তিনি 'মনে রেখ আমায়', 'খবরদার', 'মায়ের সম্মান', 'নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি', 'মনের মাঝে তুমি', 'মেঘের পরে মেঘ', 'হৃদয়ের কথা', 'আকাশছোঁয়া ভালোবাসা', 'সাথী তুমি কার'সহ অনেক ছবিতে অভিনয় করেন। কাজী হায়াত পরিচালিত 'ওরা আমাকে ভালো হতে দিল না' ছবিতে অভিনয় করে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। – See more at: http://www.jjdin.com/?view=details&archiev=yes&arch_date=16-04-2014&type=single&pub_no=807&cat_id=1&menu_id=63&news_type_id=1&index=2#sthash.54j2Kpn9.dpuf