DMCA.com Protection Status
title="৭

নামাজের আগে-পরে দেশের সকল মসজিদে সভা-সমাবেশ নিষিদ্ধ।

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ  দেশে সম্প্রতি করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে নামাজ ও প্রার্থনার আগে ও পরে সভা-সমাবেশে না করাসহ তিনটি শর্ত দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

তবে হঠাৎ হাসিনা সরকারের এধরনের কঠোর সিদ্ধান্ত গ্রহনের পেছনে সম্প্রতি দেশব্যাপী হেফাজতে ইসলামের আন্দোলন দমনের উদ্দেশ্য রয়েছে বলে সংশ্লিষ্টগন মনে করেন।

 বুধবার মন্ত্রণালয়ের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তিন শর্ত মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

শর্তগুলো হলো-

১. জুমা ও অন্যান্য ওয়াক্তের নামাজ এবং প্রার্থনার আগে ও পরে মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কোনো ধরনের সভা ও সমাবেশ করা যাবে না।

২. মসজিদে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে তারাবিসহ অন্যান্য নামাজ আদায় করতে হবে এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে প্রার্থনা করতে হবে।

৩. এছাড়া, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রজ্ঞাপন ও মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী ধর্ম মন্ত্রণালয় থেকে গত ৫ এপ্রিল জারি করা ১০ দফা নির্দেশনা সবাইকে মেনে চলতে হবে।

স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ইসলামিক ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ের পরিচালনা কমিটিকে এসব নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে। নির্দেশনা লঙ্ঘন হলে দায়িত্বশীলদের বিরুদ্ধে স্থানীয় প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

Share this post

scroll to top
error: Content is protected !!