নোবেলজয়ী সাহিত্যিক গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ চলে গেছেন না ফেরার দেশে।
সমকালীন সাহিত্যে ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তবতার অন্যতম কারিগর এ লেখক ১৭ এপ্রিল বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার বয়স হয়েছিল ৮৭ বছর।
এর আগে গত ৩১ মার্চ তাকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি কিছুটা সুস্থ হয়ে ৯ এপ্রিল বাসায় ফেরেন।
ফুসফুস ও মূত্রনালি সংক্রমণজনিত সমস্যায় ভুগছিলেন তিনি।
সমকালীন সাহিত্যে ম্যাজিক রিয়ালিজম বা জাদু বাস্তবতার অন্যতম কারিগর নোবেল জয়ী এই সাহিত্যিকের জন্ম কলম্বিয়ায় হলেও তিনি মেক্সিকোতে বাস করতেন। সম্প্রতি জানা যায়, বয়স বাড়ার সাথে সাথে ক্রমাগত স্মৃতিশক্তি হারাচ্ছেন মার্কেস। যদিও বেশ কিছুদিন তার পরিবারের কেউ তা স্বীকার করেনি। কিন্তু ২০১২ সালে মার্কেসের ভাই হাইম গার্সিয়া মার্কেস বিষয়টি সম্পর্কে সবাইকে নিশ্চিত করেন। এরপর অনেকদিন এই লেখককে প্রকাশ্যে দেখা যায়নি।
১৯২৭ সালের ৬ মার্চ জন্ম নেয়া দক্ষিণ আমেরিকার এই কিংবদন্তি সাহিত্যিক বিশ্বসাহিত্যে অবদানের জন্য ১৯৮২ সালে নোবেল পুরস্কারে ভূষিত হন। তার অনবদ্য রচনাগুলোর মধ্যে রয়েছে- ‘ওয়ান হানড্রেড ইয়ারস অব সলিচ্যুড’, ‘লাভ ইন দ্য টাইম অব কলেরা’ ইত্যাদি।