বইপড়ার প্রতি গুরুত্ব আরোপ করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বইমেলায় আসতে পেরে গর্ববোধ করছি। আমাদের বই পড়ার অভ্যাস কমে গেছে। এ ধরনের আয়োজন যতো হবে বই পড়ার অভ্যাস ততো বাড়বে।’
জাতীয় প্রেসক্লাবে সপ্তাহব্যাপী বইমেলার সমাপনীতে শুক্রবার বিকেলে এবিএম মূসা স্মৃতিমঞ্চে এ কথা বলেন তিনি।
এবিএম মূসার স্মৃতিচারণ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘তিনি মানুষের অধিকার রক্ষায় কথা বলতেন। শেষ বয়সে এসে শাসকগোষ্ঠীর রোষানলের শিকার হয়েছে তিনি।’
ফখরুল বলেন, ‘মেলা ঘুরে দেখেছি এখানে প্রকাশকদের আরো উৎসাহিত করতে পারলে ভালো হতো।’
পরে মেলা থেকে মির্জা আলমগীর মাহমুদুর রহমানের ‘নবরূপে বাকশাল’, ‘মুসলমানদের মানবাধিকার থাকতে নেই’, এহসানুল হক মিলনের ‘যুগ নায়ক জিয়া’, সৈয়দ আবুল মকুসুদের ‘মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী’সহ ১৫টি বই নিজের জন্য কিনেছেন এবং তার নাতনীর জন্য ৪টি বই কিনেন।
পরে বিএনপির ঢাকা মহানগরের সদস্য সচিব আব্দুস সালাম এবং কেন্দ্রীয় নেতা রফিক সিকদার ও মেলায় বিভিন্ন বইয়ের স্টল পরিদর্শন করেন।