DMCA.com Protection Status
title="৭

পুরুষের প্যান্টে তালা লাগাতে বললেন হাইকোর্ট!

 image_86128_0পুরুষরা যেখানে সেখানে যাকিছু তাই করে ফেলে, তাই তাদের প্যান্টের চেইনে তালা লাগাতে বললেন হাইকোর্ট। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই এ আদেশ আমাদের দেশের আদালতের নয়, মন্তব্যটি করেছেন দিল্লীর হাইকোর্ট।





পাবলিক প্লেসে প্রস্রাবের ঘটনায় বিরক্ত হয়ে একটি মামলার শুনানিতে ঠাট্টার ছলে এমনই মন্তব্য করেন আদালত।





বিচারপতি প্রদীপ নন্দরাজগ এবং দীপা শর্মার ডিভিশন বেঞ্চ বিরক্তির সুরে বলেন, ‘প্রতিটি পুরুষের প্যান্টের চেইনে তালা লাগিয়ে চাবি বাড়িতে রাখা উচিৎ।’





তারা ক্ষিপ্ত হয়ে বলেন, ‘দেয়ালে দেব-দেবীর ছবি লাগিয়েও পুরুষদের আটকানো যাচ্ছে না।’





উচ্চ আদালতে মনোজ শর্মা নামে এক ব্যক্তি জনস্বার্থে মামলাটি দায়ের করেন। মামলায় বলা হয়, দেয়ালের গায়ে প্রস্রাব করে অনেকে তা নোংরা করেন। দেয়াল পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য এ ব্যাপারে কোনো পদক্ষেপ করা উচিৎ। দেয়ালের গায়ে মূত্রত্যাগ করা থেকে নাগরিকদের বিরত রাখার জন্য যথাযথ পদক্ষেপ করার দাবি তোলা হয় ওই আবেদনে।





তবে মামলার শুনানিতে বিরক্তি প্রকাশ আর ঠাট্টাই করা হয়েছে, কোনো ফল আসেনি। কারণ আদালত জানিয়ে দিয়েছেন, তারা এ ব্যাপারে কোনো নির্দেশ দিতে পারবেন না জানিয়ে বলেন, ‘সমস্যা সমাধানের জন্য অন্য কোনো সাহায্য নিতে হবে। কারণ আদালত কাউকে বলতে পারে না যে, বাড়ি থেকে বেরোনোর সময়ে প্যান্টের চেইন সবসময়ের জন্য বন্ধ রাখুন।’

Share this post

scroll to top
error: Content is protected !!