ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ দেশে অতি সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক হামলার ঘটনা তদন্ত করতে দুইটি কমিটি গঠন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
চলতি সপ্তাহে সোমবার দুপুরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রোববার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এই কমিটি গঠিত হয়।
সভায় উপদ্রুত এলাকাগুলোতে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সঙ্গে সহমর্মিতা প্রকাশের জন্য জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে ঘটনাগুলোর তদন্ত করতে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের নেতৃত্বে আরও একটি কমিটি গঠন করা হয়। কমিটি দুটি দ্রুত উপদ্রুত এলাকাগুলো সফর করে কেন্দ্রে প্রতিবেদন দাখিল করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সভার সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনরা তাদের অবৈধ ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে বিভাজনের রাজনীতি করছে। রাজনীতিক দুরভিসন্ধির কারণেই এই রক্তপাত, লুঠতরাজ চলছে। বিএনপি মহাসচিব বলেন, প্রকৃত অপরাধীদের আড়াল করতে এই ধরনের অপকর্ম করা হচ্ছে। সভায় এ ধরনের হীন অপকৌশলের তীব্র নিন্দা জানানো হয়। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখতে সব নাগরিককে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।