DMCA.com Protection Status
title="৭

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে র‍্যাব নিষিদ্ধের দাবী ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার!

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশে গুমের শিকার হওয়া মানুষদের হদিস স্বজনদের জানাতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ সহ ১২টি মানবাধিকার সংস্থা৷ এই বিষয়ে একটি স্বাধীন ও আন্তর্জাতিক তদন্তের দাবিও জানিয়েছে সংস্থাগুলো৷

 গত বছরের  ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে বাংলাদেশে ‘জোরপূর্বক গুমের' ঘটনা নিয়ে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হিউম্যান রাইটস ওয়াচ৷ সেখানে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান ছাড়াও এই বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সক্রিয় ভূমিকাও দাবি করা হয়েছে৷

এইচআরডব্লিউ বলেছে, তারা ২০০৯ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে গুমের ৮৬টি ঘটনা নথিভুক্ত করেছে৷

র‌্যাব – বিতর্কিত এক বিশেষ বাহিনী
‘এলিট ফোর্স’
বাংলাদেশে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র‌্যাব নামক ‘এলিট ফোর্স’-এর যাত্রা শুরু হয় ২০০৪ সালে৷ এই বাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘‘পুলিশ বাহিনীর কার্যক্রমকে আরো গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে সরকার একটি এলিট ফোর্স গঠনের পরিকল্পনা করে৷’’ তবে এই বাহিনী এখন তুলে দেয়ার দাবি জানিয়েছে বিভিন্ন মহল৷

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের সরকারের উচিত হারিয়ে যাওয়া প্রিয়জনদের হদিস তাদের স্বজনদের জানানো৷ সংগঠনের এশিয়া পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেন, ‘‘গুমের শিকার ব্যক্তিদের হদিস তাদের পরিবারদের জানাতে একটি  স্বাধীন আন্তর্জাতিক তদন্তকে স্বাগত জানানোর মধ্য দিয়ে বাংলাদেশ সরকারের আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন করা উচিত৷’’

এসব ঘটনায় জড়িত নিরাপত্তা বাহিনীর সদস্যদের জবাবদিহিতার আওতায় আনতে এবং পুনরাবৃত্তি বন্ধে জাতিসংঘের কর্মকর্তা, দাতা সংস্থা ও ব্যবসায়িক অংশীদারদেরও পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি৷

তবে বাংলাদেশের সরকার ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বরারবরই গুমের ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করে আসছে৷ এই বিষয়ে ব্র্যাড অ্যাডামস বলেন, ‘‘…বাংলাদেশ সরকারের মিথ্যাচার কেউ বিশ্বাস করে না৷ দাতারা ও জাতিসংঘ কী পদক্ষেপ নিতে যাচ্ছে এখন সেটিই প্রশ্ন৷’’

বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের অন্য যে-কোনো বাহিনীর চেয়ে গুমের ঘটনায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন- র‌্যাবের দায় সবচেয়ে বেশি৷ এইচআরডব্লিউর মতে, জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেসের উচিত অনতিবিলম্বে র‌্যাব কর্মকর্তাদের শান্তি রক্ষা মিশনে অংশগ্রহণ নিষিদ্ধ করা৷

এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈনকে ফোন করা হলে তিনি স্বরাষ্ট্র বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি ছাড়া কোনো মন্তব্য করতে রাজি হননি৷ আন্তর্জাতিক সংস্থাগুলোর এ ধরনের বিবৃতির বিষয়ে সাধারণত পররাষ্ট্র মন্ত্রণালয়ই সরকারের অবস্থান তুলে ধরে বলেও উল্লেখ করেন তিনি৷

সূত্রঃ ডয়চে ভেলে বাংলা 

Share this post

scroll to top
error: Content is protected !!