হামাসের সাথে মাহমুদ আব্বাসের ফাতাহ ঐতিহাসিক সমঝোতা করায় ফিলিস্তিনের সাথে শান্তি আলোচনা স্থগিত করেছে ইসরাইল।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির মধ্যস্থতায় ফিলিস্তিনের সাথে ইসরাইল শান্তি আলোচনা শুরু হওয়ার ৯ মাস পর ইসরাইল আলোচনা স্থগিতের এই সিদ্ধান্ত নিল।
যদিও এই আলোচনার নির্ধারিত সময় আগামী বৃহস্পতিবার শেষ হবার তারিখ নির্দিষ্ট ছিল। কিন্তু উভয় পক্ষ শান্তি আলোচনার মেয়াদ বাড়ানোর ব্যাপারে রাজি হয়েছিল।
বৃহস্পতিবার প্রায় পাঁচ ঘণ্টা বৈঠকের পর ফিলিস্তিনের সাথে সম্পর্ক ছেদের এই সিদ্ধান্ত নেয় ইসরাইলী মন্ত্রীসভা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইসরাইলী কর্তৃপক্ষ ফিলিস্তিনের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের বিষয় বিবেচনা করছে।
হামাসের সাথে ঐক্যমত্যের সরকার করার সিদ্ধান্ত নেয়ায় প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কঠোর সমালোচনা করেছে ইসরাইল। ইসরাইল এবং পশ্চিমারা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে থাকে।