ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশ থেকে বহিস্কৃত, ভারতে আশ্রয় নেয়া বিতর্কিত নারীবাদী লেখিকা তসলিমা নাসরিন এর বিরুদ্ধে এবার সুইডেন এর আদালতে মামলা হল।
সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়ানো, ব্যাক্তি আক্রমণ, মিথ্যাচার এবং পেশাগত ক্ষতির জন্য এই মামলা করেছেন সুইডেন প্রবাসী কবি ও নাট্যকার আনিসুর রহমান।
২০১৭ সালে সুইডেন এর দাগিন্স নিহেতার প্রধান সম্পাদক আনে রুথ এবং আনিসুর রহমান কে নিয়ে নকল দুনিয়া নামক একটি পোর্টালে একটি নিবন্ধ লেখেন তসলিমা।
দীর্ঘদিন বাদে সেই লেখাটি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হচ্ছে। এরপরই আনিসুর সুইডেন এর আদালতে মামলা করার সিদ্ধান্ত নেন।
উল্লেখ্য, আনিসুর রহমান এর নাট্য বিষয়ক বই পড়ানো হয় এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার বিশ্ববিদ্যালয়ে। আনিসুর মনে করছেন, তসলিমার এই নিবন্ধ তাঁর পেশাগত ক্ষতি করেছে।