DMCA.com Protection Status
title="৭

করোনা সনদ জালিয়াতির দায়ে ডা. সাবরিনা,আরিফুলসহ ৮ জনের ১১ বছর সাজা

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ করোনা ভাইরাস পরীক্ষা নিয়ে জালিয়াতির মামলায় জেকেজি হেলথকেয়ারের সিইও আরিফুল হক চৌধুরী, তার স্ত্রী ডা. সাবরিনা চৌধুরীসহ আট আসামির সবাইকে ১১ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত৷

এর মধ্যে কোভিড সনদ জালিয়াতি এবং জাল সনদকে আসল হিসেবে দেখানোর দায়ে দুটি ধারায় চার বছরে করে এবং প্রতারণার ধারায় তিন বছরের সাজা হয়েছে তাদের৷ তিন ধারার সাজা পর্যায়ক্রমে কার্যকর হবে৷ ফলে আসামিদের সবাইকে ১১ বছর করে জেলে কাটাতে হবে৷

ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম তোফাজ্জল হোসেন দুপুরে আলোচিত এ মামলার রায় ঘোষণা করবেন৷ আসামিদের সবাই এ সময় আদালতে উপস্থিত ছিলেন৷

মহামারির প্রথম বছর জেকেজির জালিয়াতির ঘটনাগুলো প্রকাশ্যে এলে সারা দেশে আলোড়ন তৈরি হয়৷ এর সঙ্গে সরকারি চাকরিতে থাকা চিকিৎসক সাবরিনার যোগসাজশ বিষয়টিকে নতুন মাত্রা দেয়৷

রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটের চাকরিচ্যুত চিকিৎসক ডা. সাবরিনা বলেন, ‘‘আমি চেয়ারম্যান ছিলাম না, এই সাজা কীভাবে হল? আপিলের কথা তো পরে৷ কী হবে বুঝতে পারছিলাম, কিন্তু এতটা হবে বুঝতে পারিনি৷''

Share this post

scroll to top
error: Content is protected !!