DMCA.com Protection Status
title="৭

আব্দুল মোমেনের লাগামহীন বক্তব্যে মন্তব্যহীন ভারত!

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের মিডনাইট হাসিনা সরকারের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাম্প্রতিক লাগামহীন এক বক্তব্য নিয়ে ভারতের বিশেষ কোনো প্রতিক্রিয়া নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে গতকাল বৃহস্পতিবার তা স্পষ্ট হয়ে গেল।

সম্প্রতি চট্টগ্রামে এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে ‘যা যা করার দরকার’ তা করতে তিনি ভারতকে অনুরোধ করেছেন।

তাঁর এ মন্তব্য সম্পর্কে ভারতের বক্তব্য জানতে চাওয়া হলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, এসংক্রান্ত মিডিয়া রিপোর্ট তিনি দেখেছেন। মন্ত্রী ঠিক কী বলেছেন, তা নিয়ে বিতর্ক রয়েছে। বাংলাদেশ সরকার বিষয়টির ব্যাখ্যা দিয়েছে।

মুখপাত্রের এ মন্তব্যের মধ্য দিয়ে স্পষ্ট, ভারত বিষয়টি প্রকাশ্যে আলোচনার স্তরে আনতে রাজি নয়। বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের আগে।
শেখ হাসিনার আসন্ন ভারত সফর, সেই সফরে ‘কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ চুক্তি বা সেপা’ সই হবে কি না, গঙ্গা চুক্তির নবায়ন কিংবা কুশিয়ারা নদীর পানিবণ্টন–সম্পর্কিত একাধিক প্রশ্ন উঠলে জবাবে মুখপাত্র বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর এখনো ঘোষিত হয়নি। অতএব এর আগে এসব বিষয় বাস্তবায়নের সম্ভাবনা নিয়ে আলোচনা অর্থহীন।

Share this post

scroll to top
error: Content is protected !!