ভারতের কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক দল বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি নির্বাচিত হলে অভিবাসী বাংলাদেশিদের তাড়িয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, ‘লোকসভা নির্বাচনে আমরা বিজয়ী হলে সব বাংলাদেশিকে ভারত থেকে তাড়িয়ে দেয়া হবে।’
গতকাল রোববার পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে নির্বাচনী জনসভায় ভাষণ দেয়ার সময় তিনি এ হুমকি দেন।
তিনি পশ্চিমবঙ্গের জনগণের উদ্দেশে বলেন, ‘উড়িষ্যা ও বিহারের মানুষকে আপনারা বহিরাগত বলেন। কিন্তু বাংলাদেশিরা এখানে এসে আপনাদের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে।’
এসময় বিজেপি ক্ষমতায় এলে ভারত থেকে বাংলাদেশিদের তাড়িয়ে দেয়ার হুমকি দেন তিনি। তার ভাষায়, ‘আগামী ১৬ মের পর সব বাংলাদেশিকে তল্পিতল্পা গুটিয়ে এখান থেকে ঝেঁটিয়ে বিদায় করা হবে।’
ভারতে এখন ১৬তম লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। আগামী মাসের ১৬ তারিখে নির্বাচনের ফলাফল ঘোষণা করার কথা রয়েছে। এ নির্বাচনে ভারতের ধর্মভিত্তিক দল বিজেপি ক্ষমতায় আসবে বলে ধারণা করা হচ্ছে।
রোববারের জনসভায় তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়েরও কড়া সমালোচনা করেন। সারদা কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে তিনি মমতাকে কটাক্ষ করে বলেন, ‘আপনার আঁকা ছবি ১ কোটি ৮০ লাখ টাকায় বিক্রি হয়েছে। আপনার ছবি কে কিনল, তা বাংলার মানুষ জানতে চায়। আপনার মতো এমন চিত্রকরের জন্য দেশ গর্বিত!’
দলীয় তহবিলের জন্য তৃণমূল নেত্রীর নিজের আঁকা ছবির প্রদর্শনী থেকে সারদা মালিক সুদীপ্ত সেন ছবি কিনেছিলেন বলে গত এক বছর ধরে বারবার অভিযোগ উঠেছে।
মোদি সারদা দুর্নীতির বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘দিল্লিতে আমাদের সরকার হওয়ার পরে এই কেলেঙ্কারির ব্যাপারে কড়া ব্যবস্থা নেয়া হবে। কাউকে ছাড়া হবে না!’
তিনি পশ্চিমবঙ্গের জনগণকে বামফ্রন্ট, তৃণমূল ও কংগ্রেসের খপ্পর থেকে রক্ষা করার অঙ্গীকার করে বলেন, ‘এই তিন দল এ রাজ্যকে ধ্বংস করে দিয়েছে।’