DMCA.com Protection Status
title="৭

আগামী নির্বাচন হবে সংবিধান মেনে,অন্য কোনো চিন্তা থাকলে তা ভুল: আব্দুল মোমেন

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশকে কারও গণতন্ত্র শেখানোর প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, এ দেশে আগামী জাতীয় নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। অন্য কোনো চিন্তা থাকলে তা ভুল। কারণ, আমরা সব সময় সংবিধান ও আইনের শাসনে বিশ্বাসী।

বুধবার সন্ধ্যায় রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ‘ফাদার অব দ্য নেশন বঙ্গবন্ধু’ নামে জাপানিজ ‘মাঙ্গা’ ফর্মে একটি কমিক বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র একটি বিষয় প্রায়ই সামনে আনে– বাংলাদেশে একটি অবাধ, স্বচ্ছ ও সুন্দর নির্বাচন চায় তারা। বর্তমান সরকারও স্বচ্ছ,সুন্দর ও গ্রহনযোগ্য নির্বাচন  চায়। কারণ, আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমেই সরকার গঠন করেছে। এখানে তো কোনো ঝগড়া নেই।’

গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে জানিয়ে আব্দুল মোমেন বলেন, ‘ভুয়া ভোট ঠেকাতে বায়োমেট্রিক পরিচয়পত্র ও স্বচ্ছ ব্যালট বাক্স করা হয়েছে। স্বাধীন নির্বাচন কমিশন গঠন হয়েছে। গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে সরকার অবশ্যই তাদের সহায়তা করবে। তবে শুধু সরকার করলে হবে না; জনগণ, ভোটার, বিরোধী দল, সংবাদমাধ্যমসহ যত রাজনৈতিক দল রয়েছে, সবাইকে সহযোগিতা করতে হবে।’

এ সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণে দেশটির আসন্ন সফর বিষয়ে তিনি বলেন, ‘আমন্ত্রণ সানন্দে গ্রহণ করেছি। দু-এক দিনের মধ্যেই সফরে যাব। করোনার কারণে যোগাযোগ কম থাকলেও আমাদের সম্পর্কের উন্নতি হয়েছে।’

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে গুরুত্ব দিচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের সবচেয়ে বড় বন্ধু। একক দেশ হিসেবে সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। করোনা মহামারিতে একমাত্র দেশ হিসেবে বিনামূল্যে টিকা দিয়েছে। একইভাবে রোহিঙ্গাদের জন্য সবচেয়ে বেশি মানবিক সহায়তা দিয়ে চলেছে যুক্তরাষ্ট্র। অন্যান্য দেশ শুরুতে অনেক সহায়তা করলেও সম্প্রতি কমিয়ে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘সফরে রোহিঙ্গা সংকট, বাণিজ্য বৃদ্ধিসহ স্বার্থসংশ্লিষ্ট অগ্রাধিকার তুলে ধরব।’

Share this post

scroll to top
error: Content is protected !!