নারায়ণগঞ্জে অপহরণের ঘটনায় সরকারের পদক্ষেপ সম্পর্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘দু’একদিনের মধ্যে বড় কিছু দেখতে পারবেন।’ তবে সেই বড় কিছু কী তার কোনো ইঙ্গিত দিতেও তিনি রাজি হননি।
বুধবার নারায়ণগঞ্জের ঘটনায় ব্যবস্থা নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যান স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। বের হয়ে এসে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ ঘটনায় জড়িতদের এখনো গ্রেপ্তার করা হচ্ছে না কেন- এমন প্রশ্নে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারায়ণগঞ্জে অপহরণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন। দু’একদিনের মধ্যেই আপনারা বড় কিছু দেখতে পাবেন।’
নারায়ণগঞ্জের পুলিশ সুপারের (এসপি) বদলির ব্যাপারে জিজ্ঞেস করা হলে আসাদুজ্জামান বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বদলির বিষয়ে কোনো প্রস্তাব অনুমোদন হয়নি। তাই এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।’
তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী এ বিষয়ে অত্যন্ত কঠোর। এর সঙ্গে যারা জড়িত, তাদের খুঁজে বের করা হবেই।’
তবে একসঙ্গে সাতজনকে অপহরণ করে হত্যার ঘটনা সরকারের জনপ্রিয়তার ওপর প্রভাব ফেলবে না বলে মনে করেন তিনি।