আসামে নৃশংস জঙ্গি নাশকতার তীব্র নিন্দা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। শনিবার এক বিবৃতিতে সব ঘটনাকে কাপুরুষোচিত আখ্যা দিয়েছেন তিনি। সেই সঙ্গে কোনো ধরনের প্ররোচনায় কান না দিয়ে হিংসা কবলিত এলাকায় শান্তি বজায় রাখার অবেদন করেছেন মনমোহন।
এদিকে আসামে চলতি হিংসার জন্য বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে কংগ্রেস। মোদির দল ব্রহ্মপুত্র উপত্যকা জুড়ে হিংসার পরিবেশ সৃষ্টি করছে বলে মন্তব্য করেছে ক্ষমতাসীন দলটি।
গত বৃহস্পতিবার মধ্যরাতে আসামের কোঁকরাঝাড় ও বক্সা জেলার বিভিন্ন গ্রামে হানা দেয় সশস্ত্র আদিবাসী বোরো জঙ্গিরা। এই ঘটনায় মৃতের সংখ্যা ইতিমধ্যেই ৩০ ছাড়িয়েছে। আরো অনেকেই আহত। এদের মধ্যে বেশিরভাগই মোসলমান। পরিস্থিতি মোকাবেলায় রাজ্যের তিন জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
এমন পরিস্থিতি নিয়ে শনিবার আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। পরিস্থিতি মোকাবেলায় কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
পরে প্রধানমন্ত্রীর দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে আসাম হিংসাকে কাপুরুষোচিত আখ্যা দেয়া হয়েছে। পুরো পরিস্থিতির ওপরে প্রধানমন্ত্রী খুব কাছ থেকে নজর রাখছেন এবং প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার শিন্ডে এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।
আসামে বোরোদের সঙ্গে মুসলিমদের সাম্প্রদায়িক হানাহানি নতুন ঘটনা নয়। ২০১২ সালের জুলাইয়ে মুসলিম ও বোড়ো জনগোষ্ঠীর মধ্যে সহিংসতায় ২৫ জন নিহত হয়। প্রায় ৬০ হাজার মানুষ বাড়ি-ঘর ছাড়া হয়। এদের অনেকেই শরণার্থী শিবিরে আশ্রয় নেয়।