DMCA.com Protection Status
title="৭

রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ সহ্য করবে না বাংলাদেশ:হাসানুল হক ইনু

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, বিদেশি সংস্থাগুলো দণ্ডিত অপরাধী ও চিহ্নিত সন্ত্রাসীদের পক্ষে ওকালতির মাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করছে। বাংলাদেশ এসব সহ্য করবে না। এর মাধ্যমে ওই সংস্থাগুলো তাদের মর্যাদা ক্ষুণ্ন করছে।

বৃহস্পতিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার তালবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে ২ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে নতুন চার তলা একাডেমিক ভবনের উদ্বোধনকালে সাংবাদিকদের এসব বলেন তিনি।

ইনু বলেন, ইসরায়েলের আক্রমণে গাজায় যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেটি নিয়ে বিদেশি শক্তি চুপ করে আছে অথচ তারা বাংলাদেশে মানবাধিকার রক্ষা নিয়ে হইচই শুরু করেছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের সময় আন্দোলনের নামে অরাজক পরিস্থিতি তৈরি রাষ্ট্রকে বিকল করার চেষ্টা। এটি গণতন্ত্রের রীতিতে পড়ে না। যারা সাংবিধানিক ধারা বানচালের জন্য সহিংস আন্দোলন করছে, তারা দেশের রাজনীতি ও অর্থনীতির মহাক্ষতি করছে।

 

এ সময় জেলা জাসদ সভাপতি গোলাম মহসিন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহম্মদ আলী, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহুরুল ইসলাম, তালবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি আরিফুল ইসলাম, প্রধান শিক্ষক দিলারা জোয়ার্দারসহ জাসদ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top
error: Content is protected !!