নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেছেন, ‘ভদ্রতা করে কোন দাবি আদায় হয় না। তাই তিস্তার পানি নিয়ে আন্দোলন করেন, আমরা আপনাদের সাথে থাকবো। আর জাতীয় ইস্যু নিয়ে আন্দোলন করেন তাহলে জনগণ সাড়া দেবে।’
সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্যে আয়োজিত দ্য স্টেট অব দ্য তিস্তা-দ্য ওয়ে ফরওয়ার্ড বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন। তিনি বলেন, তিস্তা আন্দোলন এখন গণদাবিতে পরিণত হয়েছে। উত্তরবঙ্গ আর কৃষককে বাঁচাতে হলে তিস্তার পানি ফিরিয়ে আনতেই হবে। এর কোনো বিকল্প নেই। তিনি আরো বলেন, দেশের অভ্যন্তরে এসে অন্য দেশের বাহিনী নিরীহ মানুষকে হত্যা করে যায়। অথচ সরকার সে বিষয়ে প্রতিবাদ করে না।
সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই ভারত এসব করছে। তিনি বলেন, ‘না চাইতে যে ভারতকেই ট্রানজিট দেওয়া হয়েছে, নদীতে বাঁধও দিতে দেওয়া হয়েছে, কিন্তু তার মাশুল কিভাবে দিতে হবে তা কি একবারও কি ভেবে দেখেছে সরকার?’
সুরঞ্জিত সেনের কড়া সমালোচনা করে মান্না বলেন, তিস্তার পনির দাবিতে বিএনপি মিছিল করতে চাইলে আপনি বলেন এটা ভারত বিরোধী আন্দোলন। কিন্তু তিস্তার পানির বিষয়ে কথা না বলে আপনি ভারতপ্রীতি দেখাচ্ছেন। ঢাকায় বসে আছেন কেন? আপনি কলকতায় বা দিল্লিতে যান। সেখানে বেশি বাহবা পাবেন। গ্রীন ওয়াচ ঢাকার সম্পাদক মোস্তফা কামাল মজুমদারের সঞ্চালনায় সেমিনারে আরো উপস্থিত ছিলেন, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ড. এসআই খান, জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক জসিম উদ্দিন, বুয়েট পানি সম্পদ প্রকৌশলের বিভাগীয় প্রধান অধ্যাপক সাব্বির মোস্তফা খান প্রমুখ।