চন্দন কুমার সরকারসহ সাতজন হত্যাকাণ্ডের তদন্তে ‘দৃশ্যমান’ অগ্রগতি না দেখলে আগামী রোববার র্যাব-১১ এর কার্যালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছেনজেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।
মঙ্গলবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত আইনজীবীরা কালো ব্যাজ ধারণ করে কর্মবিরতি পালন করেন। এরপর আইনজীবীরা আদালতপাড়ায় বিক্ষোভ মিছিলও করেন।
এ সময় জেলা আইনজীবী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, প্রতীকী অনশন কর্মসূচিতে সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনসহ দেশের শীর্ষস্থানীয় আইনজীবীরা বৃহস্পতিবার সংহতি প্রকাশ করবেন। তিনি অবিলম্বে খুনিদের গ্রেফতার দাবি করেন। নারায়ণগঞ্জ জেলা থেকে প্রত্যাহারকৃত ডিসি, এসপি ও র্যাবের সিইওর বিরুদ্ধে তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তিও দাবি করেন তিনি।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, সাবেক সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান দিপু, অ্যাডভোকেট আব্দুর রশিদ, অ্যাডভোকেট আব্দুল বারী ভূঁইয়া প্রমুখ।
অ্যাডভোকেট জাকির হোসেন বলেন, যেদিন অ্যাডভোকেট চন্দন সরকার নিখোঁজ হন, সেদিন আমরা র্যাবের কাছে গেলেও র্যাব পাত্তা দেয়নি। এ ঘটনায় প্রত্যাহারকৃত র্যাব সদস্যদের তদন্তসাপেক্ষে দোষী প্রমাণিত হলে গ্রেফতারেরও দাবি জানাচ্ছি।’