DMCA.com Protection Status
title="৭

হটকারী নির্বাচন বর্জনের আহ্বান মঈন খানের

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপি নিয়মতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন। মঈন খান বলেন, 'সরকার জনগণের ভোটাধিকার হরণ করেছে। একতরফা তামাশার নির্বাচন করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। বিএনপি নিয়মতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে।'

তিনি জনগণকে এ ধরনের হটকারী নির্বাচন বর্জনের আহ্বান জানান।  বিএনপির এই সিনিয়র নেতা বলেন, বিএনপি জনগণের সাথে ছিল, ভবিষ্যতেও  থাকবে। একদফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে।

Share this post

scroll to top
error: Content is protected !!