DMCA.com Protection Status
title="শোকাহত

এটা কেমন ভোট?

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বাংলাদেশের জাতীয় নির্বাচন সর্বদাই প্রভাব ফেলে প্রবাসীদের মাঝে। প্রবাসীরাও প্রভাব রাখেন নিজের দেশের জাতীয় নির্বাচনে। কিন্তু আগামী ৭ই জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বৃটেনে বাংলাদেশিদের মাঝে নেই কোন আগ্রহ, আমেজ-উদ্দীপনা।  

সন্ধ্যায় চায়ের দোকানগুলোতে নির্বাচনের ধরন, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হলেও ভোট দেয়া বা ভোটে দেশের আত্মীয় স্বজনদের উৎসাহ, নির্দেশ নিয়ে কারও নেই কোন মাথাব্যথা। সবার কথা একটাই- এটা কিসের ভোট ? নিজে নিজে কি আর ভোট হয়।

গত এক সপ্তাহে লন্ডনে বাঙালি পাড়ায় ৭ই জানুয়ারির ভোটের পরিস্থিতি নিয়ে জানতে অনেক বাংলাদেশির সাথে কথা হয়। আকমল জামান নামে এক গ্রোসারি ব্যবসায়ী বলেন, ''কিতার বুট (ভোট )? কার বুট -ইতা কিতার  বুট ? তাইন কিতা মজা করোইন নি সকলের লগে? '' প্রশ্ন করলাম আপনি কি বিএনপি বা জামায়াত করেন? আকমল বললেন আমার বাপ-দাদা কেউই ইতা দল করোইন না, দল দিয়া কিতা অইতো –আফনে খউক্কা দুনিয়াত নিজের দলে দলে বুট অয়নি ? সকল অইলে বোটও যাইতাম -দেশের আত্মীয়স্বজনরে বুট দিতাম কইতাম-জাইন জাইন আমার লগে বুটের মাত মাৎবা না ‘’

এরকম অনেক বাংলাদেশীদের সাথেই কথা হয় কারোই যেন আগ্রহ নেই, সবারই কথা একটা সব দলের অংশগ্রহণেই নির্বাচন চাওয়া। তরুণ ভোটার যারা সম্প্রতি বৃটেনে এসেছেন তাদের মধ্যেও নির্বাচন নিয়ে কোন আলোচনা নেই, তারাও চান সবদলের অংশগ্রহণে একটি নির্বাচন।

Share this post

scroll to top
error: Content is protected !!