DMCA.com Protection Status
title="৭

বিএনপির সঙ্গে বিদেশি কূটনীতিকদের বৈঠক

বিএনপি-লোগোঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা।

বুধবার বিকেল গুলশানে হেরিটেজ হোটেলে এ বৈঠক হয়।

বৈঠকে ফ্রান্স, সিঙ্গাপুর ও নেদারল্যাণ্ডের রাষ্ট্রদূত, অস্ট্রেলিয়ার হাইকমিশনার, মার্কিন দূতাবাসের কর্মকর্তা, জাতিসংঘের প্রকল্প অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনপি নেতাদের মধ্যে ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা কমিটির আহ্বায়ক শফিক রেহমান, রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন, ড. এম ওসমান ফারুক, শমসের মবিন চৌধুরী, ড. আসাদুজ্জামান রিপন প্রমুখ।

বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, ও আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের জানিয়েছেন, এটা নিয়মিত বৈঠকের অংশ হিসেবেই অনুষ্ঠিত হয়েছে।

তবে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এম ওসমান ফারুক দৈনিক প্রথম বাংলাদেশকে বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বিভিন্ন জায়গায় সরকারের সংশ্লিষ্টতার অভিযোগের বিষয় নিয়েই মূলত বৈঠকে আলোচনা হয়েছে।’

কূটনীতিকরা দেশের এই ভয়াবহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।

Share this post

scroll to top
error: Content is protected !!