ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের সময় বিতর্ক সৃষ্টির প্রচেষ্টা সত্ত্বেও, আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি ভারতের সমর্থন ছিল অবিচল বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠকের পর সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বছরের নির্বাচনেও ভারতের অবস্থান আপনারা সবাই জানেন। ভারতসহ অনেক বিদেশি পর্যবেক্ষক আছেন বলেছেন যে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর ছিল। প্রথম দ্বিপাক্ষিক সফরে অচিরেই তিনি ভারতে যাচ্ছেন। তবে সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি।
এ সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা জানান, বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ ও ভারত দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে তুলতে আরও এগিয়ে যাবে।