ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডে অবস্থিত গ্রামীণ টেলিকম ভবনের ভেতর গ্রামীণ কল্যাণসহ ৮টি প্রতিষ্ঠানে তালা লাগিয়ে দেওয়ার অভিযোগ করেছেন প্রতিষ্ঠানগুলোর ট্রাস্টি ও চেয়ারম্যান নোবেল জয়ী ড. মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ড. ইউনূস এ অভিযোগ করেন।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘এ রকম দুর্যোগ আমি দেখিনি কোনো দিন। হঠাৎ করে বাইরের কিছু লোক এসে বলবে যে, সরেন এটা আমাদের বাড়ি। আপনারা সব কাগজপত্র দেন আমাদেরকে। আমরা এখন কোথায় যাব, কাকে দুঃখের কথা বলব। পুলিশ আমাদের কোনো কথা শুনছে না। আমরা কার কাছে যাব তাহলে?’
ড. ইউনূসের বিচারের গতি অস্বাভাবিক: যুক্তরাষ্ট্র ড. ইউনূসের বিচারের গতি অস্বাভাবিক: যুক্তরাষ্ট্র
ড. ইউনূস অভিযোগ করেন, যথাযথ আইনি কাগজ প্রদর্শন ছাড়াই তালা লাগানো হয়েছে। আইনি সহায়তার জন্য আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানান তিনি।
ড. ইউনূস জানান, এই ৮টি প্রতিষ্ঠানে গ্রামীণ ব্যাংক থেকে কোনো টাকা নেওয়া হয়নি। নিজেদের অর্থায়নেই গ্রামীণ টেলিকম ও গ্রামীণ কল্যান প্রতিষ্ঠা করা হয়েছে।
এদিকে, পদ্মা সেতু নির্মাণ নিয়ে তার বিরোধিতার কোনো প্রমাণ নেই বলেও জানিয়েছেন ড. মোহাম্মদ ইউনুস।
সংবাদ সম্মেলনে আসছেন ড. ইউনূসসংবাদ সম্মেলনে আসছেন ড. ইউনূস
দুইদিন আগে ইউনূস সেন্টারের ভেরিফাইড ফেসবুক পেজের একটি পোস্টে লেখা হয়, ‘রাজধানীর মিরপুরের চিড়িয়াখানা রোডে অবস্থিত গ্রামীণ টেলিকম ভবনে দখল চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বিকেলে অন্তত ২০ জনের একটি দল এই দখল চেষ্টা চালায় বলে গ্রামীণ কল্যাণের কর্মীরা জানিয়েছেন। তবে কারা এই দখল চেষ্টা চালিয়েছে তা স্পষ্ট নয়। গ্রামীণ কল্যাণ হলো শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত একটি সেবা ধর্মী প্রতিষ্ঠান। ওই ভবনে গ্রামীণ কল্যাণের কার্যালয় অবস্থিত। এ ছাড়া ড. ইউনূস প্রতিষ্ঠিত আরও কয়েকটি সেবা প্রতিষ্ঠান রয়েছে এখানে।’