ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ রমজানকে কেন্দ্র করে এবার অন্যান্য পণ্যের সঙ্গে ইফতারের অন্যতম অনুসঙ্গ খেজুরের চড়া দাম নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। এছাড়া ইফতারে অন্যান্য বিদেশি ফলও কতটা খাওয়ার সামর্থ হবে তা নিয়েও আলোচনা হচ্ছে। এই আলোচনার মধ্যেই শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেছেন, ইফতারে আঙুর-আপেল কেন খেতে হবে? বরই-পেয়ারাসহ দেশি ফল দিয়ে প্লেট সাজানোর পরামর্শ দিয়েছেন তিনি।
রাজধানীর ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে তিনি এই পরামর্শ দেন।
শিল্পমন্ত্রী বলেন, বরই দিয়ে ইফতার করেন না কেন? আপেল লাগে কেন? আঙ্গুর লাগে কেন? আর কিছু নাই আমাদের? ইফতারে পেয়ারা খান, আমাদের যা আছে সেগুলো ব্যবহার করুন। ইফতারের প্লেট সেভাবে সাজান।
নূরুল মজিদ আরও বলেন, আমাদের অভাব অভিযোগ আছে। অনেক পণ্য আমাদের আমদানি করতে হয়। দাম বেশি পরে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী বলে দিয়েছেন ইফতার পার্টি হবে না। আপনারা যেমন পরিবারের সমস্যাগুলো দেখেন, সেভাবে দেশের সমস্যাগুলো নিজেদের মনে করে দেখতে হবে।
মন্ত্রী আরও বলেন, আজকে কোনো সমস্যা নেই। সমস্যা হলো স্বাধীনতাটা কিভাবে হলো সেটা ভুলে গেছি।
নূরুল মজিদ বলেন, আমাদের পণ্যগুলো বিশ্বমানের করতে হবে। মন্ত্রণালয় কাজ করছে। আমরা আনন্দিত। জেলা প্রশাসকেরা গুরুত্বের সঙ্গে কাজ করেছেন।
তিনি বলেন, প্রতিটি এলাকার জেলা প্রশাসকদের গুরুত্বপূর্ণ পণ্যগুলো জিআই করার জন্য আবেদন করতে বলা হয়েছে। তারা আন্তরিকভাবে কাজ করছেন।