অল্পের জন্য ড্রোনের সঙ্গে ধাক্কা খাওয়ার হাত থেকে রক্ষা পেয়েছে একটি যুক্তরাষ্ট্রের যাত্রীবাহী একটি বিমান। মার্চ মাসে ফ্লোরিডার একটি বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণ আগে যাত্রীবাহী বিমানটি এ ঘটনার সম্মুখীন হয় বলে যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-এফএএ জানিয়েছে।
গত ২২ মার্চ ৫০ আসনের সিআরজে২০০ জেট বিমানটি উত্তর ক্যারোলিনার চারলোটি থেকে ফ্লোরিডার ট্যালাহাসিতে যাওয়ার পথে বিমানবন্দর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।
ড্রোনটি এ সময় ৭০০ মিটার উঁচু দিয়ে উড়ছিল। কিন্তু বিমানবন্দরের কাছে দূর নিয়ন্ত্রিত ড্রোন বা মডেল এয়ারক্রাফট উড্ডয়নের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার যে আইন রয়েছে ওই ড্রোনটির পরিচালনাকারীরা সে আইন লঙ্ঘন করেছে বলে জানিয়েছে এফএএ।
অবশ্য তদন্ত চালিয়ে এফএএ কর্তৃপক্ষ এ ড্রোন পরিচালনাকারীদের খুঁজে বের করতে পারেনি। এ ছাড়া ড্রোনটিরও কোনো হদিস পাওয়া যায়নি।
এফএএর এক কর্মকর্তা গত বৃহস্পতিবার সানফ্রানসিসকোতে দেয়া এক ভাষণে এ বিষয়ে প্রথম মুখ খোলেন। তিনি বলেন, দূর নিয়ন্ত্রিত ড্রোনটির সঙ্গে যুক্তরাষ্ট্রের জঙ্গি বিমান এফ-৪ ফ্যান্টম বিমানের বেশ মিল আছে।
তিনি বলেন, যাত্রীবাহী বিমানের পাইলট বলেছেন, ড্রোনটি এতো কাছে চলে এসেছিল যে ধাক্কা লেগে যাবে বলে আশঙ্কা করছিলেন তিনি।
সামরিক কর্তৃপক্ষ ছাড়াও সামপ্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের গবেষণা ও ব্যবসায়িক সংস্থাগুলো ব্যাপকভাবে ড্রোন ব্যবহারের দিকে ঝুঁকছে। এ প্রবণতা কীভাবে নিয়ন্ত্রণ করা যায় তা নিয়ে যখন এফএএ চিন্তা-ভাবনা করছে তখন এ ঘটনা ঘটলো।