DMCA.com Protection Status
title="৭

ভারতীয় পণ্য বয়কটে বিএনপির সংহতি অব্যাহত থাকবে

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবেদীন ফারুক বলেছেন, চলমান রাজনৈতিক সংকট দিন দিন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। সরকার মুখে গণতন্ত্রের কথা বললেও গণতান্ত্রিক ব্যবস্থা এখনো চালু করতে করতে পারেনি। এসময় ভারতীয় পণ্য বর্জন নিয়েও কথা বলেন তিনি।

শুক্রবার (২২ মার্চ) সকালে জিয়া পরিষদের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজরে ফুলেল শ্রদ্ধা শেষে এসব কথা বলেন তিনি।

৭ জানুয়ারি নির্বাচনের পর সরকার মানুষের অধিকার সংরক্ষণ করতে পারেনি বলেও মন্তব্য করেন জয়নুল আবেদিন ফারুক।

সব গণতান্ত্রিক দেশের কাছে ৭ জানুয়ারির নির্বাচন অগ্রহণযোগ্য দাবি করে বিএনপির নেতা বলেন, ‘ভারত এই নির্বাচনে সরকারকে সহযোগিতা করেছে। তাই জনগণ ভারতীয় পণ্য বয়কট করছে। ভারতীয় পণ্য বয়কটের আহ্বানে বিএনপির সংহতি অব্যাহত থাকবে।’

দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় নির্দলীয় সরকারের অধীনে আবারও নির্বাচন ব্যবস্থার আহ্বান জানিয়েছেন বিএনপির এই নেতা।

নিত্যপণ্য নিয়ে ফারুক বলেন, ‘সব পণ্যের দাম বেড়েই চলেছে। রমজানে মানুষ যেন দুবেলা খেতে পারে, এজন্য নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ খুব দরকার।’

জিয়া পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুস, মহাসচিব অধ্যাপক ড. এমতাজ হোসেনসহ নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

Share this post

scroll to top
error: Content is protected !!