DMCA.com Protection Status
title="৭

সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুললেন অমর্ত্য সেন

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন নোবেল জয়ী ভারতীয় অর্থনীতিবিদ অমর্ত্য সেন। তিনি বলেন, ভারতবর্ষে ব্রিটিশ শাসনমলে বিচার ছাড়াই বহু মানুষকে জেলবন্দি করা হত। তাদের জেলে আটকে থাকতেও হত বহুদিন। কিন্তু দেশ স্বাধীন হওয়ার ৭৫ বছর পার করেও বহু মানুষকে এমনই সাজা ভোগ করতে হচ্ছে।

এক বিবৃতিতে অমর্ত্য সেন বলেন, ‘সারা বিশ্বেই বর্তমানে কলমের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। প্রতিবাদের কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। বিশ্ব জুড়ে খর্ব করা হচ্ছে স্বাধীনতা।’

এই অর্থনীতিবিদ আরও বলেন, বিচার ছাড়াই যে কোনও মানুষকে ভরে দেওয়া হচ্ছে জেলে। এ কী চলছে এ বিশ্বের এ শিক্ষিতের দুনিয়ায়?

স্মৃতিচারণ করে প্রবীণ এই অধ্যাপক বলেন, ছোটবেলায় ব্রিটিশ আমলে এরকম দেখেছিলেন তিনি। তিনি বলেন, ‘আমি তখন তরুণ। আমি আশা করতাম, যখন ভারত ব্রিটিশ শাসন ব্যবস্থা থেকে মুক্ত হবে, তখন হয়তো এই অন্যায় ব্যবস্থার ইতি ঘটবে! কিন্তু ভারতের স্বাধীনতার পর যত দিন গিয়েছে, দেখেছেন, পরিস্থিতি ক্রমশ খারাপ হয়েছে।’

এর আগেও ভারতে গণতন্ত্র, মানবাধিকার, সংখ্যালঘুদের অধিকার নিয়ে একাধিকবার সরব হয়েছেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ।

সম্প্রতি দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের গ্রেপ্তারকাণ্ডে যখন নতুন করে এই প্রশ্ন সামনে এসেছে। আবারও শক্ত বার্তা দিলেন অমর্ত্য সেন। একইসঙ্গে একটি যৌথ বিবৃতিতেও স্বাক্ষর করেছেন তিনি। যেখানে বলা হয়েছে, ভারতে বিপুলসংখ্যক লেখক, সাংবাদিক ও সমাজকর্মী বিনা বিচারে দীর্ঘদিন ধরে জেলে আটকে আছেন। অথচ তাদের বিরুদ্ধে কোনও গুরুতর অভিযোগ নেই।

Share this post

scroll to top
error: Content is protected !!