নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র্যাব ও আওয়ামী লীগকে দায়ী করে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করে বেগম খালেদা জিয়া বলেছেন, ‘র্যাব এবং আওয়ামী লীগ এ গুম ও খুনের জন্য দায়ী। সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে।’
মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলামসহ নিহত ৫ জনের পরিবারের সঙ্গে সাক্ষাত করতে এসে তিনি এ দাবি জানান।
খালেদা জিয়া বলেন, ‘এ হত্যাকাণ্ডে কারা জড়িত তা প্রমাণিত হলেও তাদের গ্রেপ্তার করা হচ্ছেনা। এতে প্রমাণ হয়, সরকার খুনিদের মদত দিচ্ছে। এ সরকার একটি খুনি সরকার। তারা র্যাবকে দিয়ে হত্যা ও গুমের মহোৎসবে মেতে উঠেছে।’
নজরুল ইসলামের বাড়িতে প্রায় ৪০ মিনিট অবস্থান করেন খালেদা জিয়া। এসময় নিহতদের পরিবারের সদস্যরা খালেদা জিয়ার কাছে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন। এরপর খালেদা জিয়া অ্যাডভোকেট চন্দন সরকারের বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন।
এর আগে দুপুর ১২টা ৫ মিনিটের দিকে খালেদা জিয়া নজরুল ইসলামের বাড়িতে পৌঁছান।
এদিকে চন্দন সরকারের বাসায় আগে থেকে উপস্থিত ছিলেন- ব্যারিস্টার মওদুদ আহম্মেদসহ বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।