DMCA.com Protection Status
title="শোকাহত

শেষ ওভারের রোমাঞ্চে বাংলাদেশের কষ্টার্জিত জয়

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ শেষ ওভারে জয়ের জন্য দরকার ১৪ রান। প্রথম বলে ১ রান হওয়ার পরের বল ডট দিলেন বোলার সাকিব আল হাসান। এরপর তৃতীয় বলে লং অনের উপর দিয়ে বিশাল ছক্কা হাঁকান ব্লেসিং মুজারাবানি। পরের বল ওয়াইড হলেও স্টাম্পিং আউট হন তিনি। ১ উইকেট হাতে নিয়ে শেষ ৩ বলে সমীকরণ দারায় ৬ রানের। পরের বলে রিচার্ড এনগ্রাভাকে আউট করে বাংলাদেশকে রোমাঞ্চকর জয় এনে দেন সাকিব।

আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়েকে ৫ রানে হারিয়েছে বাংলাদেশ। টস হেরে আগে ব্যাটিং করে ১৪৩ রান করে বাংলাদেশ। জবাবে ১৩৭ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। এই জয়ে ৫ ম্যাচের সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেলো স্বাগতিকরা। ১৯ রান খরচায় ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা মোস্তাফিজুর রহমান।

তানজীদ হাসান তামিম করলেন ৫২ ও সৌম্যের ব্যাট থেকে এলো ৪১ রান। এরপর মাত্র ৪২ রানে শেষ ১০ উইকেট হারিয়ে ১৪৩ রানে অলআউট হলো বাংলাদেশ। লক্ষ্য তাড়ায় ৫৭ রানে ৪ উইকেট হারালেও এরপর রায়ান বার্ল ও জনাথন ক্যাম্পবেলের দারুণ ইনিংসে ম্যাচে ফেরে জিম্বাবুয়ে। ক্যাম্পবেল করেন ৩১। এরপর শেষদিকে ওয়েলিংটন মাসাকাদজা ৮ বলে ১৯ রানের ক্যামিও খেললেও সেটা শুধু হারের ব্যবধানই কমিয়েছে।

Share this post

scroll to top
error: Content is protected !!