DMCA.com Protection Status
title="৭

রাফসান দ্য ছোট ভাইয়ের মা-বাবা ঋণখেলাপি!

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ বেশ ঠাটবাট নিয়ে চলেন রাফসান দ্য ছোট ভাই খ্যাত ইউটিউবার ইফতেখার রাফসান। সম্প্রতি তার মা-বাবাকে সারপ্রাইজ দিতে ২ কোটির বেশি দামের অডি কার গিফট করেছেন। তবে এই রাফসান দ্য ছোট ভাইয়ের বাবা মো. জাকারিয়া এবং তার মা কাজী নুরুন্নেছা সেহেলি ৩ কোটি ১৫ লাখ টাকার ঋণখেলাপি বলে জানা গেছে। আজ সোমবার (১৩ মে) সামাজিকমাধ্যম ফেসবুকে একটি পোস্টে এ তথ্য জানান সাইয়েদ আব্দুল্লাহ নামের এক ব্যক্তি। প্রমাণ হিসেবে তিনি কিছু ডকুমেন্ট পোস্ট করেছেন।

ফেসবুক পোস্টে সাইয়েদ আব্দুল্লাহ লেখেন, জ্যাক এন্ড স্পেনসার একসোরিজ লিমিটেড কোম্পানির শতভাগ মালিক রাফসানের বাবা এবং মা। ২০১৬ সালে কোম্পানি ট্রাস্ট ব্যাংকের মিলেনিয়াম কর্পোরেট শাখা থেকে ২ দশমিক ৫ কোটি টাকা লোন নিয়েছিল। তবে এখন পর্যন্ত  ব্যাংকের একটা টাকাও লোন পরিশোধ করেননি তারা। সেই লোন ইন্টারেস্টসহ বেড়ে হয়েছে সোয়া তিন কোটি। ট্রাস্ট ব্যাংক ওই কোম্পানি এবং সেটার মালিক রাফসানের বাবা-মা এর বিরুদ্ধে মামলা করেছিল। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাদের কোর্টে আত্মসমর্পণ করার নোটিফিকেশন জারি করেছিল জাতীয় পত্রিকায়। এরপর তারা আত্মসমর্পণ করে কোর্ট থেকে জামিন নেন।

ব্যাংকের কাছে এই লোনের এগেইনস্টে যেসব সম্পদ মর্টগেজ রাখা ছিল, ব্যাংক ২০২২ সালে সেইগুলো নিলামে তুলে বিক্রি করারও প্রক্রিয়া গ্রহণ করে। সেই নিলাম বিজ্ঞপ্তিও জাতীয় একটি পত্রিকায় প্রকাশিত হয়। পরে রাফসানের বাবা-মায়ের পক্ষ থেকে হাইকোর্টে রিট করে সেই নিলাম আটকানো হয়। এজন্য ব্যাংক নিলাম থেকে সম্পদ বিক্রি করে টাকা উদ্ধার করতে পারেনি। আবার এক টাকাও লোন পরিশোধ করেননি তারা।

এদিকে পোস্টের কমেন্টে সাইয়েদ আব্দুল্লাহ রাফসান দ্য ছোট ভাইয়ের বাবা ও মায়ের ঋণ নেওয়ার, সম্পত্তি নিলাম হওয়ার এবং রিট পিটিশনের ডকুমেন্টও সংযুক্ত করেছেন। সেটি হুবহু তুলে ধরা হলো, মূল লেখার ভেতরেই বলেছি ব্যক্তি রাফসানকে শত্রুজ্ঞান করা বা ঘৃণা করা, কোনোটাই আমার কাজ বা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো দেশের মানুষের ইন্টারেস্ট সার্ভ করা। রাফসানের পরিবার হলো স্রেফ একটা ছোট উদাহরণ। এভাবেই দেশের মানুষের কোটি কোটি টাকা খেলাপিঋণে লোপাট হয়ে যায়, যার ভোগান্তি পোহাতে হয় আমার আপনাদের মত সাধারণ মানুষের। এরা কোটি কোটি টাকা লোন নিয়ে নবাবজাদাদের মত ঘুরে বেড়ায় সামান্যতম রিমোর্স না রেখে, লাক্সারিয়াস লাইফ লিড করে বেড়ায় বুক ফুলিয়ে। অথচ এদের অপকর্মের ভোগান্তি পোহাতে হয় সবার।

দেশের অনেকগুলো ব্যাংক মারাত্মক সংকটকাল পাড়ি দিচ্ছে লুটপাটের কারণে। আমি বা আপনার মত সাধারণ মানুষ ভীষণ দরকারেও ব্যাংকে গিয়ে মাত্র কিছু টাকা লোন চাইলেও কত বাহানা! আবার গরীব মানুষ সামান্য কিছু লোন পরিশোধ না করলে তাদের জীবন জাহান্নাম হয়ে যায়। অথচ কোটি কোটি টাকা খেলাপিঋণ নিয়েও অন্যরা গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়ায়। এই জিনিসটা দেখতে খুব প্যাথেটিক লাগে আমার। এই অবিচার, বৈষম্য চলতে থাকে সবজায়গায় এগুলো দূর করতে পারলে দেশটা আমাদের সত্যিকারের সোনার বাংলা হয়ে যেতো।

শুধুমাত্র এই উদ্দেশ্যটা মাথায় রেখেই আমি এই ইনভেস্টিগেশন চালিয়েছি। আর কোন ঘটনার ভেতরে ঢুকে ইনভেস্টিগেট করে সেটা অ্যানালাইসিস করার কাজটা আমার খুব পছন্দের।

পোস্টের কমেন্টে হাইকোর্টে কোম্পানির পক্ষ থেকে নিলাম হয়ে যাওয়া সম্পত্তি আটকাতে যে রিট করা হয়েছিল, তার কপি এটা যোগ করেন সাইয়েদ আব্দুল্লাহ।

এদিকে সাইয়েদ আব্দুল্লাহর পোস্টে মো. আরাফাত হোসাইন নামের একজন কমেন্টে লেখেন, যারা রাফসান বড় ভাইকে রোল মডেল রেখেছেন জীবনে, দয়া করে কেটে পড়েন। আপনি ভুল মানুষকে আবারো বেছে নিলেন। আবির আদনান নামের একজন লেখেন, এই একই দেশে কৃষক ৫-১০ হাজার টাকা ঋণ পরিশোধ কর‍তে না পারায় জেল খাটে!!

মিনহাজুল হাসান শাওন নামের একজন কমেন্ট করেন, ওই দিকে গ্রামে ৩ লাখ টাকার লোন পরিশোধ করতে না পারলে জমি বেচা লাগে। ইয়ারবি আখি কমেন্ট লেখেন, ধন্যবাদ ভাই। এদের মুখোশ খোলা প্রয়োজন ছিল। আব মিসবা কমেন্ট করেন, দেখেন গিয়ে, হয়তো ঋণখেলাপি বাপের কাছ থেকে টাকা নিয়ে বাপকে অডি গিফট করার ভিডিও বানিয়েছে ভাইরাল হয়ে আরো টাকা কামানোর জন্য।

Share this post

scroll to top
error: Content is protected !!