DMCA.com Protection Status
title="৭

স্বরাষ্ট্র থেকে সরানো হলো সাখাওয়াতকে

ক্যাপ্টেন(অবঃ)মারুফ রাজুঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরানো হলো অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনকে। স্বরাষ্ট্র থেকে থাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আজ শুক্রবার (১৬ আগস্ট) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই তথ্য জানানো হয়।

মন্ত্রিপরিষদ থেকে জানানো হয়, আজ যে চারজন নতুন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন তাদেরকে দপ্তর বণ্টন করা হয়েছে। আর পুরোনোদের মধ্যে দপ্তর পুনর্বণ্টন করা হয়েছে। নতুনদের দপ্তর বণ্টন আর পুরোনোদের মধ্যে পুনর্বণ্টন শেষে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন :

নতুন উপদেষ্টাদের দপ্তর বণ্টন

১. ওয়াহিদ উদ্দিন মাহমুদ পরিকল্পনা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়

২. আলী ইমাম মজুমদার প্রধান উপদেষ্টার কার্যালয়ে সংযুক্ত

৩. মুহাম্মদ ফাওজুল কবির খান বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়

8. লেঃ জেঃ জাহাংগীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়

বর্তমান উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন

১. সালেহ উদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়

২. আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়

৩. আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়

8. রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়

৫. নাহিদ ইসলাম ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়

৬. আসিফ মাহমুদ যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়

৭. ফারুকী আজম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়

৮. ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়

অন্যান্য উপদেষ্টাদের দায়িত্ব অপরিবর্তিত থাকবে।

Share this post

scroll to top
error: Content is protected !!