তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, প্রতিবেশী রাষ্ট্র ভারতের নির্বাচনী ফলাফল নিয়ে যারা আনন্দে আত্মহারা হচ্ছেন, তারা রাজনৈতিক অঙ্গনের মানসিক প্রতিবন্ধী। এরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি। এদের থেকে দূরে থাকা উচিত।
বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেয়া এক সাক্ষাৎকারে ভারতের লোকসভা নির্বাচনে বিজয়ের জন্য নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়ে হাসানুল হক ইনু এসব কথা বলেন।
ইনু বলেন, ‘আমি বিশ্বাস করি, বাংলাদেশের সাথে ভারতের যে গভীর সম্পর্ক রয়েছে, তা আরো গভীর করতে নরেন্দ্র মোদির সরকার ইতিবাচক ভূমিকা রাখবে। দুই দেশের মধ্যে ঝুলে থাকা বিষয়গুলোর আশু নিষ্পত্তি ও বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সার্বিক পরিস্থিতির উন্নয়নে নরেন্দ্র মোদির সরকার অগ্রণী হবে বলে আশা করি।’
ভারতের রাজনৈতিক পালাবদলে আমাদের আনন্দিত বা আতঙ্কিত হওয়ার কিছু নেই উল্লেখ করে ইনু বলেন, ‘মনমোহন সিং এর বদলে নরেন্দ্র মোদির বিজয় একটি স্বাভাবিক রাজনৈতিক পালাবদল; এতে যারা দুঃখ বা আনন্দ পান তারা কার্যত কূটনৈতিক মানসিক দীনতায় ভুগছেন।’
তথ্যমন্ত্রী বলেন, ‘আমাদের মনে রাখতে হবে, কোন দেশের সরকার বদলের সঙ্গে তার প্রতিবেশী বদল হয়না। আমি মনে করি বাংলাদেশ ও ভারতের মধ্যে যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে তা আরো দৃঢ় হবে।’